প্রধানমন্ত্রীরদপ্তর
২৬-২৭ জুলাই প্রধানমন্ত্রীর তামিলনাড়ু সফর
Posted On:
25 JUL 2025 10:09AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০২৫
ব্রিটেন ও মালদ্বীপ সফর থেকে ফিরেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ জুলাই রাত ৮টা নাগাদ তামিলনাড়ুর তুতিকোরিনে এক অনুষ্ঠানে ৪,৮০০ কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
২৭ জুলাই প্রধানমন্ত্রী তামিলনাড়ুর তিরুচিরাপল্লি-র গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে দুপুর ১২টা নাগাদ আদি তিরুবতিরাই উৎসবের মাধ্যমে চোল সম্রাট রাজেন্দ্র চোল প্রথমের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।
তুতিকোরিনে প্রধানমন্ত্রী
মালদ্বীপে তাঁর সরকারি সফর শেষ করার পর প্রধানমন্ত্রী সরাসরি তুতিকোরিন পৌঁছাবেন এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলি আঞ্চলিক সংযোগ বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ও তামিলনাডু়র নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে।
বিশ্বমানের বিমান পরিকাঠামো উন্নয়ন করতে এবং দক্ষিণাঞ্চলের ক্রমবর্ধমান বিমান চলাচলের চাহিদা মেটাতে ৪৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত তুতিকোরিন বিমান বন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বিমান বন্দরটি ঘুরেও দেখবেন।
১৭,৩৪০ বর্গমিটার এলাকায় বিস্তৃত এই টার্মিনালটি ব্যস্ত সময়ে ১,৩৫০ জন যাত্রী ও বছরে ২০ লক্ষ যাত্রী বহনে সক্ষম। ১০০ শতাংশ এলইডি আলো লাগানো হচ্ছে।
সড়ক পরিকাঠামো ক্ষেত্রে প্রধানমন্ত্রী দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। বন্দরের পরিকাঠামো বাড়াতে প্রধানমন্ত্রী ভিউচিদাম্বরনার বন্দরে ২৮৫ কোটি টাকা মূল্যের একটি কার্গো বার্থের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী রেল পরিকাঠামোর উন্নয়নে ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও একটি বৃহৎ বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তিরুচিরাপল্লিতে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে এক মন্দিরে আদি তিরুবতিরাই উৎসব উদযাপনের সময় ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট রাজেন্দ্র চোল প্রথমের সম্মানে একটি স্মারক মুদ্রা প্রকাশ করবেন। রাজেন্দ্র চোল ছিলেন ভারতের ইতিহাসের অন্যতম শক্তিশালী ও দূরদর্শী শাসক।
আদি তিরুবতিরাই উৎসব তামিল শৈব ভক্তির ঐতিহ্যকে উদযাপনের জন্য পালন করা হয়।
SC/PM/NS…
(Release ID: 2148306)
Read this release in:
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam