যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
গ্রামে ইন্টারনেট সংযোগ উন্নত করার জন্য গৃহীত পদক্ষেপ
Posted On:
24 JUL 2025 4:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জুলাই, ২০২৫
দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিকে গৃহীত প্রধান উদ্যোগগুলি নিম্নরূপ –
• উদ্ভাবনমূলক স্টার্টআপ – এর জন্য জেনারেশন – নেক্সট সাপোর্ট (জেনেসিস) পাঁচ বছরের মধ্যে ৪৯০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ হাজার ৬০০ স্টার্টআপ তৈরি করবে।
• ইন্ডিয়া বিজনেস প্রসেস, আউট সোর্সিং, প্রমোশন স্কিম এবং নর্থ – ইস্ট বিজনেস প্রসেস আউট সোর্সিং প্রমোশন স্কিম – এর লক্ষ্য হ’ল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং ১০৪টি ছোট শহরে ২৪৬টি ইউনিট চালু করা।
• সফটওয়্যার টেকনোলজি পার্কস্ অফ ইন্ডিয়া উদ্যোগের আওতায় টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরে ৬৭টি কেন্দ্র স্থাপন।
২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত ভারতে মোট ৯৬৯.১০ মিলিয়ন ইন্টারনেট গ্রাহকের মধ্যে ৪০৭.৬৯ মিলিয়ন গ্রাহক গ্রামীণ এলাকার। ২০২১ সালের মার্চ মাসে মোট ইন্টারনেটের গ্রাহক ছিলেন ৮২৫.৩০ মিলিয়ন। ২০২৫ সালের মার্চ মাসে তা বেড়ে ৯৬৯.১০ মিলিয়নে পৌঁছেছে। গ্রামগুলিতে ইন্টারনেট সংযোগ উন্নত করতে ভারত সরকার ফোর-জি স্যাচুরেশন প্রকল্প এবং সংশোধিত ভারত নেট কর্মসূচি চালু করেছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ পেম্মাসানি চন্দ্রশেখর এই তথ্য জানান।
SC/PM/SB
(Release ID: 2147831)