প্রতিরক্ষামন্ত্রক
এএসডব্লু এসডব্লুসি (জিআরএসই) প্রকল্পের শেষ জাহাজ, ইয়ার্ড ৩০৩৪ (অজয়) জলে ভাসানো হল
प्रविष्टि तिथि:
21 JUL 2025 5:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ জুলাই, ২০২৫
গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের দেশীয় নকশায় তৈরি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট (এএসডব্লু এসডব্লুসি) সিরিজের অষ্টম ও শেষ জাহাজ ইয়ার্ড ৩০৩৪ (অজয়) ২১ জুলাই জলে ভাসানো হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ মেটিরিয়াল (সিওএম) ভাইস অ্যাডমিরাট কিরণ দেশমুখ। নৌ-বাহিনীর প্রথা মেনে জাহাজটি জলে ভাসান শ্রীমতী প্রিয়া দেশমুখ। ভারতীয় নৌ-বাহিনী এবং জিআরএসই-র পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরনালা শ্রেণীর প্রথম জাহাজ জলে ভাসানো হয় চলতি বছরের ১৮ জুন। দ্বিতীয় জাহাজটি অগাস্ট মাসে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। এই যুদ্ধ জাহাজ ভারতীয় নৌ-বাহিনীর জলের নীচের নজরদারির ক্ষমতা, অ্যান্টি সাবমেরিন সক্ষমতা এবং মাইন পাতার ক্ষমতা বাড়াবে। এই জাহাজে হাল মাউন্টেড সোনার এবং লো ফ্রিকোয়েন্সি ডেপথ সোনার (এলএফভিডিএস)-এর মতো সেন্সর রয়েছে। আছে অত্যাধুনিক টর্পেডো, অ্যান্টি সাবমেরিন রকেড, এনএসজি-৩০ গান এবং ১২.৭ এমএম এসআরসিজি। জাহাজটি ডিজেল ইঞ্জিন এবং ওয়াটারজেটের সাহায্যে চলে।
জাহাজ নির্মাণ, অস্ত্রশস্ত্র, সেন্সর এবং অত্যাধুনিক যোগাযোগ ও বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জামের ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের যে লক্ষ্য ভারতীয় নৌ-বাহিনী নিয়েছে, যুদ্ধ জাহাজ অজয়-এর অন্তর্ভুক্তি সেই পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই জাহাজে ৮০ শতাংশেরও বেশি দেশীয় সরঞ্জাম রয়েছে। ভারত সরকারের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার জ্বলন্ত নিদর্শন এই জাহাজ ভারত মহাসাগরীয় অঞ্চলে জাতীয় স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2146745)
आगंतुक पटल : 10