পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদের প্রশ্নোত্তর:-ম্যানগ্রোভ সংরক্ষণ নিয়ে সংসদে প্রশ্ন

Posted On: 21 JUL 2025 3:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৫

 

ভারতে বন ও বৃক্ষ সম্পদের অবস্থা (আইএসএফআর) অনুযায়ী দেশে ম্যানগ্রোভ এলাকা ৪৯৯১.৬৮ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যা দেশের মোট ভৌগোলিক সীমার ০.১৫ শতাংশ। আইএসএফআর ২০১৯ তুলনায় আইএসএফআর ২০২৩-এ দেখা যাচ্ছে দেশে ম্যানগ্রোভ পরিবেষ্টিত এলাকা উল্লেখযোগ্য ১৬.৬৮ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। অন্ধ্রপ্রদেশ, গোয়া, কর্ণাটক, কেরল, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং দমন ও দিউ এবং পণ্ডিচেরীতে ম্যানগ্রোভ বনাঞ্চলের সংখ্যা বেড়েছে।

২০২৩-২০২৪-এর বাজেটে ম্যানগ্রোফ ইনিসিয়েটিভ ফর সোরলাইন হ্যাবিটার্স অ্যান্ড ট্যানজেবেল ইনকাম – এমআইএসএইচটিআই চালু হয় ২০২৩-এর ৫ জুন। এর উদ্দেশ্য হল, প্রাকৃতিক জৈব পরিমণ্ডল রক্ষা এবং উপকূলবর্তী এলাকায় সুস্থায়িত্ব রক্ষায় ম্যানগ্রোভের প্রসার। ম্যানগ্রোভ বনাঞ্চলের প্রসারের লক্ষ্যকে সামনে রেখে নতুন করে ম্যানগ্রোভ চারা রোপণ এবং বনাঞ্চল সৃজনই এর উদ্দেশ্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় ম্যানগ্রোভ বনাঞ্চলের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে উন্নয়নমূলক কাজে কোনও ম্যানগ্রোভের ক্ষতি হলে তার তিনগুণ ম্যানগ্রোভ রোপণ সিআরজেড-২০১৯ নিয়মবিধিতে সুনির্দিষ্ট করা রয়েছে। এছাড়াও ম্যানগ্রোভ বনাঞ্চল এলাকা এবং তা পরিমণ্ডল সংক্রান্ত নির্দেশিকা বন অধিনিয়ম ১৯৮০ এবং বনপ্রাণ সংরক্ষণ আইন ১৯৭২ এবং রাজ্যভিত্তিক আইনেও নানা বিষয় সুনির্দিষ্ট রয়েছে। দেশে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বছরভিত্তিক ম্যানগ্রোভ এলাকা সংক্রান্ত পরিসংখ্যান নীচের সারণীতে উল্লেখ করা হল

 

                                                                                              (বর্গ কিলোমিটার ভিত্তিক)

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

আইএসএফআর ২০১৯-র ভিত্তিতে

ম্যানগ্রোভ এলাকা

আইএসএফআর ২০২৩-

ভিত্তিতে ম্যানগ্রোভ এলাকা

অন্ধ্রপ্রদেশ

৪০৪.০০

৪২১.৪৩

গোয়া

২৬.০০

৩১.৩৪

গুজরাট

১১৭৭.০০

১১৬৪.০৬

কর্ণাটক

১০.০০

১৪.২০

কেরল

.০০

.৪৫

মহারাষ্ট্র

৩২০.০০

৩১৫.০৯

ওড়িশা

২৫১.০০

২৫৯.০৬

তামিলনাড়ু

৪৫.০০

৪১.৯১

পশ্চিমবঙ্গ

২১১২.০০

২১১৯.১৬

১০

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

৬১৬.০০

৬০৮.২৯

১১

দমন ও দিউ

.০০

.৮৬

১২

পণ্ডিচেরি

.০০

.৮৩

 

মোট

৪৯৭৫.০০

৪৯৯১.৬৮

 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং।

 


SC/ AB /AG/


(Release ID: 2146464)