বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

১০ লক্ষ নাগরিককে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেওয়া হবে : গ্রামীণ এলাকার উদ্যোগপতিদের প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হবে

Posted On: 16 JUL 2025 7:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ জুলাই ২০২৫

 

ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আওতাধীন কমন সার্ভিস সেন্টার ই-গভর্ন্যান্স পরিষেবা ইন্ডিয়া লিমিটেড ডিজিটাল ইন্ডিয়ার ১০ বছর পূর্তি উদযাপন করছে নতুন দিল্লির দ্বারকায় যশোভূমি কনভেনশন সেন্টারে। এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র দেশে ডিজিটাল ক্ষমতায়নের এক দশককে চিহ্নিত করতে এই অনুষ্ঠান বিশেষ ভূমিকা পালন করেছে। 

কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ও মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে শ্রী অশ্বিনী বৈষ্ণব অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, সমগ্র বিশ্ব এক সময় প্রশ্ন তুলেছিল যে চা বিক্রেতা বা সব্জি বিক্রেতা কিভাবে ডিজিটাল লেনদেন ব্যবহার করতে পারবেন? বর্তমানে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ইউপিআই-এর মাধ্যমে লেনদেন ভিসা লেনদেনকে ছাড়িয়ে গেছে। ১৪০ কোটি ভারতবাসীর সঙ্ঘবদ্ধ প্রয়াসেই এটি সম্ভব হয়েছে। মন্ত্রী মেঘালয়ের রোজ অ্যাঞ্জেলিনা ও ময়ূরভঞ্জ জেলার মঞ্জুলতার কাহিনী উদ্ধৃত করেন। তাঁরা দু’জনেই ডিজিটাল দক্ষতা অর্জন করেছেন এবং তাঁদের সম্প্রদায়কে ক্ষমতাবান করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। 

মেঘালয়ের পূর্ব-পশ্চিম খাসি পাহাড়ের এক গ্রামে রোজ অ্যাঞ্জেলিনা ডিজিটাল বিপ্লব গড়ে তুলেছে। মন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার উদ্যোগপতিদের মধ্যে থেকে ১০ লক্ষ জনকে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া, তিনি গ্রামীণ এলাকার উদ্যোগপতিদের আইআরসিটিসি পরিষেবা চালুরও আহ্বান জানান। 

বাণিজ্য ও শিল্প এবং ইলেক্ট্রনিক্স তথ্যপ্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ ডিজিটাল ইন্ডিয়ার ব্যাপক উপকারিতার কথা তুলে ধরেন। ১০ বছর আগে দেশে যখন ডিজিটাল ইন্ডিয়া তৈরি হয়েছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ভারত গঠনের স্বপ্ন দেখেছিলেন। ২০১৪ সালে কেবলমাত্র ৮৩ হাজার সিএসসি কেন্দ্র ছিল। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার। এ থেকেই বোঝা যায়, ডিজিটাল ক্ষেত্রে কতটা বিপ্লব এসেছে। মন্ত্রী সাইবার নিরাপত্তা এবং কৃষি, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধির ওপরও জোর দেন। 

সমগ্র দেশে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সিএসসি দিবস পালন করা হচ্ছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ১৫ ও ১৬ জুলাই এই উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজিত হয়। 

 

SC/PM/DM..


(Release ID: 2145469)