কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

কোল ইন্ডিয়ার সম্পূর্ণ মহিলা পরিচালিত ডিসপেনসারির উদ্বোধন হয়েছে এসইসিএল-এ

Posted On: 14 JUL 2025 3:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ জুলাই, ২০২৫


মহিলাদের ক্ষমতায়নে শক্তিশালী পদক্ষেপ নিয়ে বিলাসপুরের এসইসিএল সদর দপ্তরে বসন্তবিহার ডিসপেনসারিটির আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল কোল ইন্ডিয়ার সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত প্রথম ডিসপেনসারি হিসেবে।

এসইসিএল-এর চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর শ্রী হরিশ দুহান ডিসপেনসারিটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট আধিকারিকরা।

এই উদ্যোগ কয়লা ক্ষেত্রে মহিলাদের নেতৃত্বদানের ক্ষমতাকে তুলে ধরতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন থেকে এই ডিসপেনসারিটি পুরোপুরি চালাবে ১৪ জন মহিলার একটি দল, যার মধ্যে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট এবং সহায়ক কর্মীরা থাকবেন।

অনুষ্ঠানে সিএমডি-র শ্রী হরিশ দুহান বলেন, এসইসিএল-এ কোল ইন্ডিয়ার প্রথম সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ডিসপেনসারির উদ্বোধন একটি অতি গর্বের বিষয়। কয়লা মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি চান কয়লা ক্ষেত্রে আরও বেশি করে মহিলাদের অংশগ্রহণ এবং তাঁদের নেতৃত্বদানের সুযোগ করে দেওয়া। এই উদ্যোগ সেই লক্ষ্যে একটি পদক্ষেপ এবং আমরা ভবিষ্যতে এই ধরনের আরও পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

এই ডিসপেনসারিতে ওপিডি পরিষেবা, ক্যাজুয়ালটি ও এমার্জেন্সি পরিষেবার মতো চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে, থাকবে ড্রেসিং ও ইনজেকশনের ঘর। ইসিজি-র সুবিধার পাশাপাশি থাকবে প্যাথলজি পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করার কেন্দ্র এবং ওষুধ বিলির ফার্মেসি। 

এই উদ্যোগে শুধু যে চিকিৎসা পরিষেবার গুণমান ও সংবেদনশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে তাই নয়, এটি মহিলাদের নেতৃত্ব দেবার ক্ষমতা প্রদর্শনের একটি অগ্রবর্তী মঞ্চ হিসেবেও কাজ করবে।

 

SC/AP/SKD


(Release ID: 2144545)
Read this release in: English , Urdu , Hindi , Tamil