নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

নির্বাচন কমিশন বিহারের প্রায় সকল ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে

Posted On: 12 JUL 2025 7:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুলাই ২০২৫

 

বিহারে ৭৭,৮৯৫ জন বিএলও এবং আরও ২০,৬০৩ জন নবনিযুক্ত বিএলও নিয়ে নির্বাচন কমিশন ২৫ জুলাই ২০২৫ তারিখের নির্ধারিত সময়ের অনেক আগেই গণনা ফর্ম (ইএফ) সংগ্রহ সম্পন্ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই উদ্দেশ্যে সিইও কর্তৃক নিয়োজিত ৩৮ জন জেলা নির্বাচন কর্মকর্তা (ডিইও), নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা (ইআরও) এবং ৯৬৩ জন সহকারী ইআরও (এআরও) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
নির্বাচন কমিশনের এই প্রচেষ্টার সঙ্গে সকল রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত ১.৫ লক্ষ কর্মী বিএলএ-এর সম্পূরক হিসেবে কাজ করছেন, যাঁরা ২৪ জুন ২০২৫ তারিখে বিহারের ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেক ভোটারের নাম অন্তর্ভুক্ত করার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করছেন। তাছাড়া ৪ লক্ষেরও বেশি স্বেচ্ছাসেবক প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ভোটার এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলিকে সাহায্য করার জন্যও বিশেষ প্রচেষ্টা চালাচ্ছেন।

ইতিমধ্যেই ইএফ এর ১০০% মুদ্রণ সম্পন্ন হয়েছে। ভোটারদের ঠিকানায় পাওয়া প্রত্যেক ভোটারের কাছে ইএফ বিতরণের প্রক্রিয়া প্রায় সমাপ্তির পর, আজ সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত ইএফ সংগ্রহ ৬,৩২,৫৯,৪৯৭ বা ৮০.১১% ছাড়িয়ে গেছে। অর্থাৎ, বিহারের প্রতি ৫ জন ভোটারের মধ্যে ৪ জন ইএফ জমা দিয়েছেন। এই গতিতে কাজ চললে, বেশিরভাগ ইএফ ২৫ জুলাই ২০২৫ এর অনেক আগেই সংগ্রহ করা সম্ভব হবে।

১ আগস্ট প্রকাশিতব্য খসড়া ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করার জন্য, ভোটারদের যোগ্যতার নথিপত্র সহ তাঁদের ইএফ জমা দিতে হবে।যদি কোনও ভোটারের যোগ্যতার নথিপত্র জমা দেওয়ার জন্য আরও সময় প্রয়োজন হয়, তবে তিনি ৩০ আগস্ট পর্যন্ত অর্থাৎ দাবি এবং আপত্তি দাখিলের শেষ তারিখ পর্যন্ত আলাদাভাবে জমা দিতে পারেন এবং স্বেচ্ছাসেবকদের সাহায্যও নিতে পারেন।

ইতিমধ্যেই আরও একটি ধাপ এগিয়ে, বিএলও-রা ১২ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬ টা পর্যন্ত ইসিআইনেট-এ ৪.৬৬ কোটি  গণনা ফর্ম ডিজিটাইজড এবং আপলোড করেছেন। ইসিআইনেট হল নতুনভাবে তৈরি সমন্বিত সফ্টওয়্যার যা আগে চালু থাকা ৪০ টি ইসিআই অ্যাপকে একত্রিত করেছে। 

 

SC/SB/AS


(Release ID: 2144341) Visitor Counter : 5