ভারী শিল্প মন্ত্রক
প্রধানমন্ত্রী মোদীর পরিবেশ-বান্ধব পরিবহণ কর্মপরিকল্পনার আওতায় এই প্রথম ই-ট্রাক উৎসাহদান প্রকল্পের সূচনা করল ভারত
Posted On:
11 JUL 2025 2:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ জুলাই, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী শ্রী এইচ ডি কুমারস্বামীর উদ্যোগে ভারত সরকারের ভারী শিল্প মন্ত্রক প্রধানমন্ত্রী ই-ড্রাইভ কর্মসূচির আওতায় এই প্রথম বৈদ্যুতিন ট্রাক বা ই-ট্রাক এর ক্ষেত্রে উৎসাহদান প্রকল্প চালু করল।
এর তাৎপর্য ব্যাখ্যা করে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী এইচ ডি কুমারস্বামী বলেন, দেশে মোট যানবাহনের মাত্র ৩ শতাংশ ডিজেল চালিত ট্রাক। কিন্তু, যানবাহনজাত গ্রিন হাউস গ্যাস নির্গমনের ৪২ শতাংশের জন্যই দায়ী এই ট্রাকগুলি। পরিবেশ-বান্ধব উন্নয়ন মন্ত্রকে সামনে রেখে ২০৪৭ সাল নাগাদ বিকশিত ভারত গড়ে তোলায় এবং ২০৭০ নাগাদ কার্বন নির্গমন নেট জিরো’তে নিয়ে যাওয়ায় এই ই-ড্রাইভ কর্মসূচি বিশেষ গুরুত্বপূর্ণ।
আজ চালু হওয়া প্রকল্পের আওতায় থাকছে ৩.৫ টন থেকে ১২ টন ওজনের ট্রাক বা এন-২ বর্গের ট্রাক এবং ১২ টন থেকে ৫৫ টনের ট্রাক বা এন-৩ বর্গের ট্রাক। ট্রাক্টরের ক্ষেত্রে শুধু এন-৩ বর্গের যানগুলি এই প্রকল্পের আওতায় থাকবে।
ব্যাটারির ওয়ারেন্টি থাকবে ৫ বছর কিংবা ৫ লক্ষ কিলোমিটার অতিক্রম করার মধ্যে যে সময়টি কম, সেই সময় পর্যন্ত। মোটর ও গাড়িটির ক্ষেত্রে ওয়ারেন্টির মেয়াদ ৫ বছর কিংবা ২.৫ লক্ষ কিলোমিটার অতিক্রম করার মধ্যে যে সময়টি কম সেই সময় পর্যন্ত।
প্রতিটি গাড়ির ক্ষেত্রে ৯.৬ লক্ষ টাকা পর্যন্ত উৎসাহদান বাবদ দেওয়া হবে। সরকার দেশে ৫ হাজার ৬০০ ই-ট্রাক চালানোর লক্ষ্য নিয়েছে।
SC/AC/SB…
(Release ID: 2144015)