কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

পারিবারিক পেনশন এবং অতিবয়স্ক পেনশনভোগীদের জন্য দ্বিতীয় দফার বিশেষ অভিযানের প্রথম সপ্তাহে ১৪৫১টি অভিযোগের নিষ্পত্তি

Posted On: 07 JUL 2025 7:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ জুলাই, ২০২৫

 

পারিবারিক পেনশন এবং অতিবয়স্ক পেনশনভোগীদের বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি করতে পেনশন এবং পেনশনপ্রাপক কল্যাণ দপ্তর জুলাই মাস ব্যাপি দ্বিতীয় দফার এক বিশেষ অভিযান চালু করে। ২০২৫ সালে জুলাই ১ থেকে ৩১ পর্যন্ত একমাস ব্যাপি এই বিশেষ অভিযানের উদ্দেশ্যই ছিল পেনশনপ্রাপকদের জীবন ধারনের স্বাচ্ছন্দ্য বিধান। কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ২ জুলাই এই অভিযানের সূচনা করেন।

অভিযান শুরুর পূর্বে প্রতিরক্ষা, রেল এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সিএপিএফ প্রভৃতি ৫১টি মন্ত্রক/দপ্তর/সংস্থার পক্ষ থেকে ২২১০টি অভিযোগ চিহ্নিত করে বিভিন্ন দপ্তরে তা নিষ্পত্তির জন্য ভাগ করে দেওয়া হয়।

পে অ্যান্ড অ্যাকাউন্স অফিসেস (পিএওস) সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস (সিপিএও) পেনশন ডিসবার্সিং ব্যাঙ্কস এবং পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস সহ সংশ্লিষ্ট মন্ত্রক, দপ্তর এবং সংস্থাগুলির সব অংশীদার এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয়।

৭ জুলাই, ২০২৫ অনুযায়ী সমস্ত অংশীদারদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ২২১০টি অভিযোগের মধ্যে ১৪৫১টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। ফলে বকেয়া অভিযোগের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৫৯টিতে। এই অভিযানের ফলে অনেক পেনশনপ্রাপকের কয়েক বছর ধরে বকেয়া অভিযোগের নিষ্পত্তি ঘটানো গেছে।

সমস্ত চিহ্নিত অভিযোগে সময় ধরে সমাধানসূত্র নির্ণয়ের জন্য দপ্তর নজরদারি বজায় রেখেছে যাতে দ্বিতীয় দফার এই বিশেষ অভিযান সফলভাবে সম্পূর্ণ হতে পারে।

 


SC/AB/NS


(Release ID: 2143080)