প্রতিরক্ষামন্ত্রক
ভারত-জাপান সমুদ্র সহযোগিতাকে আরও জোরদার করতে জাপানী উপকূলরক্ষী বাহিনীর জাহাজ “ইতসুকুশিমা” চেন্নাইতে এল
Posted On:
07 JUL 2025 6:10PM by PIB Kolkata
নতুন দিল্লি ০৭ জুলাই ২০২৫
ভারত-প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে ভারত ও জাপানের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে জাপানী উপকূলরক্ষী বাহিনীর জাহাজ “ইতসুকুশিমা” চেন্নাইতে এল। বিশ্বজনীন সমুদ্রযাত্রা প্রশিক্ষণের অঙ্গ হিসেবে জাপানী জাহাজটি চেন্নাই বন্দরে এসেছে। ক্যাপ্টেন নাওকি মিজোগুচি এর নেতৃত্ব দিচ্ছেন। এক সপ্তাহ এই জাহাজটি চেন্নাই বন্দরে থাকবে। এরমধ্যে উচ্চস্তরীয় দ্বিপাক্ষিক বৈঠক, যৌথ পেশাদার ও সাংস্কৃতিক বিনিময় এবং সমুদ্র মহড়ার আয়োজন করা হয়েছে।
ভারত ও জাপানের উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা একে অপরের জাহাজ ঘুরে দেখবেন। তাঁদের যৌথ প্রশিক্ষণ, যোগাভ্যাস ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। ১২ জুলাই তাঁরা “যা মাতা” শীর্ষক যৌথ মহড়ায় অংশ নেবেন।
ক্রমবর্ধমান সহযোগিতার প্রতীক হিসেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর চার আধিকারিক, ইতসুকুশিমায় চড়ে সিঙ্গাপুর যাবেন। ২০০৬ সালে ভারত ও জাপানের মধ্যে যে সহযোগিতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছিল, তার ভিত্তিতে এবং ভারতের “সাগর” দৃষ্টিভঙ্গীর সঙ্গে সাযুজ্য রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
SC/SD/CS
(Release ID: 2143076)