ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

নিরাপত্তার জন্য শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) দ্বারা প্রত্যয়িত হেলমেট ব্যবহার করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্র

Posted On: 05 JUL 2025 10:49AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ জুলাই ২০২৫

 

ভারত সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগ এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) দেশজুড়ে গ্রাহকদের কাছে কেবল বিআইএস প্রত্যয়িত হেলমেট ব্যবহার করার জন্য আবেদন জানিয়েছে। এছাড়া বিআইএস সার্টিফিকেশন ছাড়া হেলমেট তৈরি বা বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

ভারতের রাস্তায় ২১ কোটিরও বেশি দ্বি-চক্র যান চলাচলের কারণে, যাত্রীদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৮৮ সালের মোটর যানবাহন আইন অনুসারে হেলমেট পরা বাধ্যতামূলক হলেও, এর কার্যকারিতা  হেলমেটের মানের উপর নির্ভর করে। নিম্নমানের হেলমেট সুরক্ষার সঙ্গে আপস করে এবং এর উদ্দেশ্যকে ব্যর্থ করে। এই সমস্যা সমাধানের জন্য, ২০২১ সাল থেকে হেলমেটের মান নিয়ন্ত্রণ আদেশ কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে সমস্ত দ্বি-চক্র  যানের চালকের জন্য বিআইএস মান (IS 4151:2015) অনুসারে আইএসআই -চিহ্নিত হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে।

২০২৫ সালের জুন মাস পর্যন্ত, সমগ্র ভারতে ১৭৬টি প্রস্তুতকারকের কাছে সুরক্ষামূলক হেলমেটের জন্য বৈধ বি আই এস  লাইসেন্স রয়েছে। বিভাগটি লক্ষ্য করেছে যে রাস্তার ধারে বিক্রি হওয়া অনেক হেলমেটের বাধ্যতামূলক বি আই এস  শংসাপত্র  নেই। এর ফলে গ্রাহকদের জন্য ঝুঁকি বৃদ্ধি পায় এবং সড়ক দুর্ঘটনায় অসংখ্য মৃত্যুর কারণ তৈরি হয়। এই সমস্যাটি মোকাবিলা করার জরুরি প্রয়োজন।

গ্রাহকদের সুবিধার্থে, বিআইএস কেয়ার অ্যাপ এবং বিআইএস পোর্টালে একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর সাহায্যে হেলমেট প্রস্তুতকারক সংস্থা লাইসেন্সপ্রাপ্ত কিনা তা পরীক্ষা করা যায় এবং ব্যবহারকারীদের বিআইএস কেয়ার অ্যাপে অভিযোগ দায়ের করার সুযোগও দেওয়া হয়।

 

SC/PM/AS


(Release ID: 2142492)