রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

মহাযোগী গোরক্ষনাথ বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন রাষ্ট্রপতি

Posted On: 01 JUL 2025 6:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ জুলাই ২০২৫

 

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে আজ মহাযোগী গোরক্ষনাথ বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। উদ্বোধন হল একটি নতুন প্রেক্ষাগৃহ, একটি পঠনপাঠনের ভবন এবং পঞ্চকর্ম কেন্দ্রের। এছাড়াও, ছাত্রীদের একটি হস্টেলেরও শিলান্যাস করেন রাষ্ট্রপতি। 

ভাষণে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন মেডিকেল কলেজগুলিতে অ্যালোপ্যাথি ও আয়ুর্বেদ প্রণালীর চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা-শিক্ষার ব্যবস্থা থাকায় সার্বিকভাবে একটি চিকিৎসা পরিমণ্ডল গড়ে উঠতে পেরেছে। শ্রী গোরক্ষনাথ মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার-এর পক্ষ থেকে নতুন ১,৮০০ শয্যার একটি হাসপাতাল গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। 

রাষ্ট্রপতি বলেন, মানব সেবার আদর্শে কাজ করা বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির বিশেষ প্রাসঙ্গিকতা রয়েছে জাতীয় শিক্ষানীতি, ২০২০-তে। মহাযোগী গোরক্ষনাথ বিশ্ববিদ্যালয় হল প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় যা সংশ্লিষ্ট অঞ্চলে এই লক্ষ্যে কাজ করছে। চালু হওয়ার মাত্র ৪ বছরের মধ্যে ভারতের বিকাশ যাত্রায় বিশেষ অবদান রেখেছে এই প্রতিষ্ঠান। কর্মজগতের উপযোগী শিক্ষা পরিষেবার দিক থেকেও এই প্রতিষ্ঠান বিশেষ উল্লেখের দাবি রাখে। 

ক্ষমতায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল শিক্ষা – একথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ছাত্রীদের নিরাপদ আবাসনের ব্যবস্থা, তাঁদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই আরও প্রণোদিত করে। ছাত্রীদের জন্য হস্টেল চালু করার উদ্যোগের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের কাজেও এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। 

রাষ্ট্রপতি আরও বলেন, পূর্বাঞ্চলের বিকাশ সমৃদ্ধ উত্তরপ্রদেশের দিক থেকে অত্যন্ত জরুরি। আবার, দেশের সবচেয়ে বেশি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশের বিকাশ ভারতের সামগ্রিক বিকাশে আবশ্যিক এক শর্ত।

রাষ্ট্রপতির ভাষণটি পড়তে নিচে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jul/doc202571579801.pdf

 

 

SC/AC/DM.


(Release ID: 2141535)