রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

এইমস গোরখপুরের প্রথম সমাবর্তনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি

Posted On: 30 JUN 2025 6:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুন ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উত্তরপ্রদেশের গোরখপুরে ৩০ জুন এইমস গোরখপুরের প্রথম সমাবর্তনে ভাষণ দেন। 

রাষ্ট্রপতি বলেন, এইমস নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে বিশ্বমানের চিকিৎসা, এসংক্রান্ত সুযোগ-সুবিধা, প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসকদের ছবি ভেসে ওঠে। এই প্রতিষ্ঠানগুলি চিকিৎসা ক্ষেত্রে ভারতের দক্ষতার প্রতীক হয়ে উঠেছে। চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও এইসব প্রতিষ্ঠান একেবারে প্রথম সারির। শল্য চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার কিংবা আয়ুষ ও অ্যালোপ্যাথির চিকিৎসার মিশ্র প্রয়োগ – নানা দিক থেকেই এইমস নিজস্ব উদ্ভাবনী পন্থার অনুসরণ করে মানুষকে উন্নতমানের পরিষেবা দিয়ে চলেছে। 

খুব কম সময়ের মধ্যেই এইমস গোরখপুর চিকিৎসা পরিষেবা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সকলের নজর কেড়েছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি বলেন, বিহার ও নেপাল সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের মানুষের কাছে সাশ্রয়ীমূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ায় বিশেষ ভূমিকা নিয়েছে এই প্রতিষ্ঠান। 

দেশ ও সমাজের বিকাশে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। শুধু রোগের চিকিৎসাই নয়, স্বাস্থ্য সমৃদ্ধ সমাজ গড়ে তোলায় তাদের অবদান অতুলনীয় বলে মন্তব্য করেন তিনি। প্রান্তিক এবং আদিবাসীপ্রধান বহু এলাকায় উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজে চিকিৎসকরা অগ্রাধিকার দেবেন বলে রাষ্ট্রপতি আশাপ্রকাশ করেন। 

রাষ্ট্রপতি বলেন, চিকিৎসকদের নানা অসুবিধার মধ্যে কাজ করতে হয়। সেকথা মাথায় রেখে আগামীদিনের চিকিৎসকদের জন্য উপযুক্ত কাজের পরিবেশ গড়ে তোলা দরকার। রোগীর প্রতি আন্তরিক ব্যবহার এবং তাঁদের আস্থা অর্জনের ক্ষেত্রে নবীন চিকিৎসকদের প্রথম থেকেই বিশেষ মনোযোগ দিতে হবে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। চিকিৎসকের পেশার সঙ্গে সততার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত বলে তিনি উল্লেখ করেন। 

বিস্তারিত জানতে এই ওয়েবসাইটটি দেখুন -

 https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jun/doc2025630579501.pdf

 

 

SC/AC/AS


(Release ID: 2141170)