নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

নারী ও শিশু বিকাশ মন্ত্রকের উদ্যোগে সাইবার সুরক্ষা সচেতনতা কর্মশালা

Posted On: 27 JUN 2025 5:36PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৭ জুন, ২০২৫

 

ভারত সরকারের নারী ও শিশু বিকাশ মন্ত্রকের উদ্যোগে নতুন দিল্লির ডঃ আম্বেডকর আন্তর্জাতিক কেন্দ্রে আজ এক সাইবার সুরক্ষা সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অনলাইন সুরক্ষা, সাইবার হুমকি এবং ইন্টারনেটের সুরক্ষিত ব্যবহার নিয়ে আলোচনা হয়। মূলত নারী ও শিশুদের মধ্যে সাইবার সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মশালার উদ্দেশ্য। 

এই কর্মশালায় নারী ও শিশু বিকাশ মন্ত্রকের আধিকারিক এবং কর্মীরাও যোগ দেন। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বিশেষজ্ঞরা সাইবার অপরাধের নানা দিক তুলে ধরেন এবং এর মোকাবিলায় নিজেদের সচেতন থাকা ও শক্তিশালী সমন্বয় গড়ে তোলার ওপর জোর দেন।
 সরকারি সংস্থার পাশাপাশি এই কর্মশালায় উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও। 

নারী ও শিশু বিকাশ মন্ত্রকের সচিব শ্রী অনিল মালিক বলেন, আমরা এমন একটা যুগে বসবাস করছি, যেখানে আমাদের দৈনন্দিন কাজ ও যোগাযোগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম। তিনি বলেন, সরকারি পদাধিকারীদের বিভিন্ন স্পর্শকাতর তথ্যের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকতে হয়। 

গত এক দশকে নারী ও শিশু বিকাশ মন্ত্রক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং দক্ষ পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রযুক্তির আশ্রয় নিয়েছে। ১৪ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে ১০ কোটির বেশি সুবিধাপ্রাপকের কাছে পরিষেবা পৌঁছে দিতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। একইভাবে প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনায় প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ব্যবস্থায় সুবিধাপ্রাপকদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে। ডিজিটাল নির্ভরতা ক্রমশ বাড়তে থাকায় সাইবার সুরক্ষা সুনিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে। 

 

SC/MP/NS…. 


(Release ID: 2140529)