নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

ভারতের নির্বাচন কমিশন ৩৪৫টি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল (আরইউপিপি)-গুলিকে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে

Posted On: 26 JUN 2025 5:28PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ জুন, ২০২৫


মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমারের পৌরোহিত্যে নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক যোশীর সহযোগিতায় ভারতের নির্বাচন কমিশন ৩৪৫টি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল (আরইউপিপি)-গুলিকে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এই দলগুলি ২০১৯ সাল থেকে গত ছয় বছরে একটিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরিহার্য শর্তগুলি পূরণ করতে পারেনি। এমনকি তাদের কোনো দলীয় দপ্তরও খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রয়েছে এই দলগুলি। 

কমিশনের নজরে এসেছে যে বর্তমানে ভারতের নির্বাচন কমিশনে ২,৮০০-রও বেশি এধরনের দল নথিভুক্ত রয়েছে। এর মধ্যে বেশিরভাগই প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই, ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশব্যাপী এই ধরনের দলগুলিকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৩৪৫টি আরইউপিপি-কে চিহ্নিত করা হয়েছে। তবে, কোনও দল যাতে অযথা নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ না পরে, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সিইও-দের এই ধরনের দলগুলিকে কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পর, সংশ্লিষ্ট সিইও এই দলগুলিকে শুনানির সুযোগ দেবে। যে কোনও আরইউপিপি-কে তালিকাভুক্ত না করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ভারতের নির্বাচন কমিশন।

দেশের রাজনৈতিক দলগুলি (জাতীয়/রাজ্য/আরইউপিপি) ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের মাধ্যমে ২৯এ -এর বিধান অনুসারে ভারতের নির্বাচন কমিশনে নথিভুক্ত হয়। এই আইনের আওতায়, যে কোনো সংগঠন একবার রাজনৈতিক দল হিসাবে নথিভুক্ত হলে কর ছাড়ের মতো বেশ কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকে। 

ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে আসার লক্ষ্যে এই অভিযান শুরু করেছে। ২০১৯ সাল থেকে লোকসভা বা রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা অথবা উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি, এমনকি যাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি সেই দলগুলিকে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই অভিযানের প্রথম পর্যায়ে এধরনের ৩৪৫টি দল চিহ্নিত করা হয়েছে। আগামী দিনেও এই প্রক্রিয়া জারি থাকবে।


SC/SS/SKD


(Release ID: 2140115)