মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা এখন সাধ্যের মধ্যে : শ্রী ধর্মেন্দ্র প্রধান

प्रविष्टि तिथि: 14 JUN 2025 4:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জুন, ২০২৫

 

জাতীয় শিক্ষানীতি ২০২০-র ভাবনাকে সামনে রেখে শিক্ষার আন্তর্জাতিকীকরণে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে  শিক্ষা মন্ত্রক। মুম্বইয়ে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ইতালির ৫টি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সম্মতিপত্র স্বাক্ষরিত হয়েছে। 

ইয়র্ক বিশ্ববিদ্যালয়, আবেরডিন বিশ্ববিদ্যালয়, ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় এবং ইতালির ইলিনয়েস ইন্সটিটিউট অফ টেকনোলজি ও  ইন্সটিটিউটো ইউরোপিও ডি ডিজাইন (আইইডি)-এর ক্যাম্পাস স্থাপন এক উল্লেখযোগ্য মাইলফলক। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং মহারাষ্ট্রের উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী শ্রী চন্দ্রকান্ত পাতিলের উপস্থিতিতে এই সম্মতিপত্রে স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জাতীয় শিক্ষানীতির সাফল্যের নানা দিক তুলে ধরেন এবং বলেন যে, এর ফলে ভারতে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্যাম্পাস তৈরির পথ সুগম হয়েছে। 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ভারতকে আন্তর্জাতিক জ্ঞানের হাব হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, কম খরচে এখন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার সুযোগ পাওয়া যাচ্ছে। 

সম্মতিপত্র স্বাক্ষরের ফলে যুক্তরাজ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইতালির ৫টি বিশ্ববিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস গড়ে তুলতে পারবে। আন্তর্জাতিক তালিকায় এই বিশ্ববিদ্যালয়গুলির স্থান প্রথম ৫০০টির মধ্যে রয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় মুম্বই এবং চেন্নাইয়ে দুটি ক্যাম্পাস গড়ে তুলবে। মুম্বইয়ে এই প্রথম কোনও বিদেশি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাস তৈরি করতে চলেছে। 

এই বিশ্ববিদ্যালয়গুলিতে আধুনিক সব ধরনের পাঠক্রম থাকছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাস ও কনস্যুলেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

জাতীয় শিক্ষানীতি ২০২০-তে উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের উপযোগী করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। ভারতও ইতিমধ্যে আবু ধাবিতে আইআইটি দিল্লি, তানজানিয়ায় আইআইটি মাদ্রাজ এবং দুবাইয়ে আইআইএম আমেদাবাদের ক্যাম্পাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে। 

 

SC/MP/NS….


(रिलीज़ आईडी: 2136447) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Tamil