প্রধানমন্ত্রীরদপ্তর
গত ১১ বছরে আমাদের বিভিন্ন উদ্যোগ কৃষকদের সমৃদ্ধ করেছে এবং কৃষি ক্ষেত্রে সামগ্রিক পরিবর্তন এনেছে : প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
07 JUN 2025 11:32AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ জুন ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১১ বছরের বেশি সময় ধরে তাঁর সরকারের গৃহীত উদ্যোগের ফলে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেছেন। পিএম কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ফসল বিমার মতো কৃষকদের কল্যাণে গৃহীত সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির কথা উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বৃদ্ধির কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, কৃষকদের কল্যাণে তাঁর সরকারের প্রয়াস অব্যাহত থাকবে।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
"আগে আমাদের কৃষক ভাই-বোনেদের ছোটখাটো প্রয়োজন মেটাতে ঋণ নিতে বাধ্য করা হত। কিন্তু গত ১১ বছরে আমাদের সরকারের সিদ্ধান্তগুলি তাঁদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা কিষাণ ফসল বিমা হোক, আমরা তাঁদের কল্যাণের জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। এখন এমএসপি-র ক্রমাগত বৃদ্ধির ফলে, দেশের কৃষকরা কেবল তাঁদের ফসলের ন্যায্য দামই পাচ্ছেন না, সেই সঙ্গে তাঁদের আয়ও বেড়েছে।
#11YearsOfKisanSamman"
"আমাদের কঠোর পরিশ্রমী কৃষকদের সেবা করা আমাদের কাছে এক বড় সুযোগ। গত ১১ বছর ধরে আমাদের নানা উদ্যোগের ফলে কৃষকদের সমৃদ্ধি ঘটেছে এবং কৃষি ক্ষেত্রে সামগ্রিক পরিবর্তনও নিশ্চিত হয়েছে। আমরা মাটির স্বাস্থ্য ও সেচের মতো বিষয়গুলির ওপর গুরুত্ব দিয়েছি, যা তাঁদের ব্যাপকভাবে উপকৃত করেছে। কৃষকদের কল্যাণের লক্ষ্যে গৃহীত আমাদের প্রয়াস আগামীদিনেও অব্যাহত থাকবে।
#11YearsOfKisanSamman"
"কৃষকদের মর্যাদা ও সমৃদ্ধির লক্ষ্যে আমরা কীভাবে কাজ করেছি, তার একঝলক জানতে এই থ্রেডটি পড়ুন।
#11YearsOfKisanSamman"
SC/MP/AS
(रिलीज़ आईडी: 2134822)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam