গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

রেলওয়ে আমাদের অর্থনীতি ও পরিচয়ের অংশ : প্রতিমন্ত্রী ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি

Posted On: 22 MAY 2025 2:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ মে , ২০২৫


কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও যোগাযোগ প্রতিমন্ত্রী ডঃ পেম্মাসানি বলেছেন, যে ভারতীয় রেল কেবলমাত্র আমাদের অর্থনীতির অংশ নয়, আমাদের পরিচয়েরও অংশ। প্রধানমন্ত্রী  আজ অন্ধ্রপ্রদেশে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনরায় নির্মিত সুলপুরুপেতা রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করেন। এর পর কেন্দ্রীয় মন্ত্রী তাঁর ভাষণে বলেন, ভারতীয় রেল প্রতিদিন ২ কোটিরও বেশি যাত্রী পরিবহন করে। এই সংস্থা বিশ্বের বৃহত্তম নিয়োগ সংস্থা। 

মন্ত্রী বলেন, বর্তমান ভারতে পরিকাঠামো শুধুমাত্র সুবিধার নয়, আত্মবিশ্বাসেরও বিষয়। তিনি বলেন, আমাদের এমন স্টেশন প্রয়োজন যা সহজলভ্য, দক্ষ এবং জাতীয় গর্বের প্রতিফলন ঘটাতে সাহায্য করবে। ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি বলেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে রেলকে ভারতের উন্নয়ন যাত্রায় কেন্দ্রবিন্দুতে স্থান দেওয়া হয়েছে। তাঁর দৃষ্টিভঙ্গী স্পষ্ট। তা হল রেলের পরিকাঠামো পরিবর্তন, যাত্রীদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং দেশের বৃহত্তম শহরগুলির পুনর্নির্মাণের পাশাপাশি স্টেশনগুলিতেও একীকৃত করা।”

শ্রী পেম্মাসানি বলেন, দেশের ১,৩০০ রও বেশি স্টেশনকে পুনরায় সাজিয়ে তুলতে অমৃত ভারত স্টেশন প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এই সুলপুরুপেতা রেল স্টেশন সংস্কারে ব্যয় হয়েছে ১৪ কোটি ৫০ লক্ষ টাকা। এই স্টেশনটির ভারতীয় রেল মানচিত্রে স্বতন্ত্র স্থান রয়েছে। এটি তিরুপতি জেলায় অবস্থিত এবং ভারতের প্রধান মহাকাশ বন্দর শ্রী হরিকোটার নিকটতম স্টেশন। 

কেন্দ্রীয় মন্ত্রী গত ১১ বছরে অন্ধ্রপ্রদেশে গৃহীত বিভিন্ন রেল প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ২০২৫-২৬ সালে রেলের বাজেট বরাদ্দ বেড়ে হয়েছে ৯,৪১৭ কোটি টাকা। তিনি বলেন, ৪১৪ কিলোমিটার নতুন রেলপথ যুক্ত করা হয়েছে এবং ৩৭৪৮ কিলোমিটার রেলপথ বিদ্যুতায়িত হয়েছে। বিগত ১১ বছরে ৩৪,৭০০ কোটি টাকার ৪১ টি প্রকল্প অনুমোদিত হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় অন্ধ্রপ্রদেশেই ৭৩ টি স্টেশনের সংস্কার হচ্ছে বলে মন্ত্রী জানান।   

 


SC/PM /SG


(Release ID: 2130489)