উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
২০৪৭-এ ‘বিকশিত ভারত’ –এর স্বপ্নপূরণ আমাদের লক্ষ্য – সীমান্ত এলাকায় চাই সুস্থিতিঃ উপরাষ্ট্রপতি
Posted On:
21 MAY 2025 2:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ মে, ২০২৫
আমাদের লক্ষ্য বিকশিত ভারত @২০৪৭ এবং এজন্য মাথাপিছু আয়ে ৮ গুণ বৃদ্ধি দরকার- যার প্রাথমিক শর্ত হল সীমান্ত এলাকায় সুস্থিতি, বললেন উপ-রাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড়। যুদ্ধের মতো পরিস্থিতিতে অর্থনৈতিক বিকাশ সম্ভব নয় বলে তিনি মনে করিয়ে দিয়েছেন। জাতীয় নিরাপত্তা বজায় রাখতে সর্বদা প্রস্তুত থাকা দরকার বলেও উপ-রাষ্ট্রপতি মন্তব্য করেছেন।
২২ এপ্রিল পহলগামে সন্ত্রাসবাদী তান্ডবের জবাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত জঙ্গীদের এবং সারা বিশ্বকে প্রয়োজনীয় বার্তা দিয়েছে- এমনটাই বলেছেন উপ-রাষ্ট্রপতি।
৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র, দুটি মোবাইল ক্রেন এবং কয়লা আদান-প্রদানের জন্য আচ্ছাদিত পরিসরের উদ্বোধন করে গোয়ার মর্মুগাঁও বন্দরে এক অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বলেন, এই দেশের নিরাপত্তা এবং বিকাশে সামুদ্রিক পরিসরের গুরুত্ব অপরিসীম। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত স্বাভাবিকভাবেই ভারত-প্রশান্ত মহাসাগীরয় অঞ্চলের আঙিনায় অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিকাশের ক্ষেত্রে দায়বদ্ধ এবং দ্রুত কর্মসম্পাদনে বিশ্বাসী বলে উপ-রাষ্ট্রপতি উল্লেখ করেন।
ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ভূয়সী প্রশংসা করে উপ-রাষ্ট্রপতি বলেন, পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসেবে দায়িত্বে থাকার সময় তটরেখা রক্ষা করার পাশাপাশি ঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজে এই বাহিনীর যে তৎপরতা তিনি প্রত্যক্ষ করেছেন তারজন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার রাজ্যপাল শ্রী পিএস শ্রীধরন পিল্লাই, মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সাওয়ান্ত, কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর, ওই মন্ত্রকের সচিব শ্রী টিকে রামচন্দ্রন প্রমুখ।
SC/ AC /AG
(Release ID: 2130266)