কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
iGOT কর্মযোগী ১ কোটি নিবন্ধিত ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে
Posted On:
21 MAY 2025 1:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ মে, ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রীর কার্যালয়, কর্মীবর্গ, গণ অভিযোগ ও পেনশন, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জাতীয় সিভিল সার্ভিসেস সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি-মিশন কর্মযোগী-তে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের কথা ঘোষণা করেছেন। কর্মযোগী ভারত দ্বারা পরিচালিত একটি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম - iGOT কর্মযোগী প্ল্যাটফর্মে নিবন্ধিত সিভিল সার্ভেন্টসের সংখ্যা ১ কোটি অতিক্রম করেছে, যা গত ২ বছরেরও বেশি সময় ধরে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ৩ লক্ষ ব্যবহারকারী থেকে ৩০ গুণ বৃদ্ধি পেয়েছে। এই দ্রুত বৃদ্ধি সরকারি প্রশাসন ব্যবস্থাপনায় ক্রমবর্ধমান ডিজিটাল বিষয়কে গ্রহণ ও ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং নাগরিক কেন্দ্রিক সরকারি পরিষেবা ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে।
এই মাইলফলক অর্জনের পেছনে কেন্দ্রীয় এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল উভয়েরই সক্রিয় ভূমিকা রয়েছে। iGOT কর্মযোগী প্ল্যাটফর্মে নিবন্ধিত ব্যবহারকারীদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি এসেছে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। বাকি এসেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও সংস্থা থেকে। এখনও পর্যন্ত এই প্ল্যাটফর্মে বিহার, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশে নিবন্ধিত সরকারি কর্মচারির সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এখন iGOT কর্মযোগী প্ল্যাটফর্মে ১৬টি ভাষায় ২ হাজার ৪০০টিরও বেশি কোর্স রয়েছে। এই iGOT প্ল্যাটফর্মে নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধির পেছনে রয়েছে জাতীয় ও রাজ্য পর্যায়ে সপ্তাহব্যাপী শিক্ষণ শিবিবের আয়োজন। প্রথম কর্মযোগী সপ্তাহ (ন্যাশনাল লার্নিং উইক) পালিত হয় ২০২৪ সালের ১৯-২৭ অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রীর সূচনা করা এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল বিকশিত ভারত @২০৪৭ –এর পথে দেশের প্রশাসনিক চাহিতা পূরণের জন্য একটি দূরদর্শী, গতিশীল ও প্রতিক্রিয়াশীল সরকারি কর্মচারি গড়ে তোলা।
১ কোটিরও বেশি নিবন্ধিত সরকারি কর্মচারি নিয়ে iGOT কর্মযোগী প্ল্যাটফর্মের অদূর ভবিষ্যতের লক্ষ্য হল আঞ্চলিক ভাষায় কোর্সের সংখ্যা বৃদ্ধি, কোর্সের মান উন্নত করা, আরও বেশি করে কনটেন্ট প্রদানকারীদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা, এআই ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা, যাতে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা আরও বেশি করে অভিজ্ঞ হয়ে ওঠেন। iGOT কর্মযোগী প্ল্যাটফর্মটি একটি ডিজিটাল সরকারি পরিকাঠামো হিসেবে তৈরি করা হয়েছে।
SC/SS/SKD
(Release ID: 2130264)