শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইপিএফও-তে ১৪.৫৮ লক্ষ সদস্যের অন্তর্ভুক্তি

Posted On: 21 MAY 2025 11:59AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ মে, ২০২৫ 

 

এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) মার্চ ২০২৫-এর সাময়িকভাবে তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ১৪.৫৮ লক্ষ নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। ২০২৪-এর মার্চের তুলনায় এ বছর বৃদ্ধির হার ১.১৫ শতাংশ। 

মার্চ ২০২৫-এ ৭.৫৪ লক্ষ নতুন গ্রাহকের নাম নথিভুক্ত হয়েছে। এবারের পরিসংখ্যানের উল্লেখযোগ্য দিক হ’ল, ১৮-২৫ বছর বয়সীদের সংখ্যাধিক্য। এই বয়স গ্রুপের ৪.৪৫ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। 

প্রায় ১৩.২৩ লক্ষ সদস্য আবার নতুন করে যুক্ত হয়েছেন। এঁরা  ইপিএফও থেকে বেরিয়ে গিয়েছিলেন। মার্চ ২০২৫-এ নতুন মহিলা গ্রাহক হয়েছেন প্রায় ২.০৮ লক্ষ। 


রেস্তোরাঁ, সিমেন্ট, সাধারণ বিমা, ভ্রমণ সংস্থা, হোটেল প্রভৃতি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরাই বেশি সংখ্যায় অন্তর্ভুক্ত হয়েছেন। 

 

SC/MP/SB


(Release ID: 2130236)