সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ নতুন দিল্লিতে সমবায় ডেয়ারি ক্ষেত্রের উপর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরোহিত্য করেছেন

Posted On: 20 MAY 2025 8:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ মে, ২০২৫


কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ নতুন দিল্লিতে আজ সমবায় ডেয়ারি ক্ষেত্রের উপর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘সহকার সে সমৃদ্ধি’ মন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে সমবায় ডেয়ারি ক্ষেত্রের জন্য তিনটি নতুন বহুপাক্ষিক রাজ্য সমবায় সমিতি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সমিতিটি পশুখাদ্য উৎপাদন, রোগ নিয়ন্ত্রণ ও কৃত্রিম প্রজননের উপর নজর দেবে। দ্বিতীয় সমিতিটি গোবর ব্যবস্থাপনার মডেল তৈরি করবে এবং তৃতীয় সমিতিটি মৃত গবাদি পশুর দেহাবশেষ প্রক্রিয়াকরণের বিষয়ে উৎসাহ যোগাবে।

ভাষণে শ্রী শাহ বলেন, আমরা শ্বেত বিপ্লব ২.০-এর দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের লক্ষ্য কেবল মাত্র ডেয়ারি সমবায় সম্প্রসারণ এবং তাদের দক্ষ ও কার্যকর করে তোলা নয়, বরং এমন একটি ডেয়ারি বাস্তুতন্ত্রের পরিমণ্ডল তৈরি করা যা পরিবেশবান্ধব এবং বৃত্তাকার অর্থনীতির বিষয়ে উৎসাহ যোগায়। তিনি বলেন, কৃষকদের আয় বৃদ্ধি করতে হলে আমাদের সমন্বিত সমবায়ের একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে, যেখানে বেশিরভাগ কাজ সমবায়গুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হবে। 

শ্রী শাহ দুগ্ধ সংগঠন ও সমবায় সমিতিগুলিকে শক্তিশালী করে তোলা এবং ডেয়ারি প্ল্যান্টগুলিতে খাদ্য প্রক্রিয়াকরণের বিষয়ে উৎসাহ যোগানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। এতে কৃষকদের আয় বৃদ্ধি হবে, একইসঙ্গে ডেয়ারি ক্ষেত্রকে আরও মজবুত এবং পরিবেশবান্ধব করে তোলা সম্ভব হবে বলে তিনি জানান।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সমবায় হল গ্রামোন্নয়নের মূল মন্ত্র। লক্ষ লক্ষ গ্রামীণ পরিবারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস হল ডেয়ারি ক্ষেত্র। তিনি বলেন, ডেয়ারি সমবায় সমিতিগুলি দুগ্ধ উৎপাদন এবং বিপণনের মাধ্যমে ভারতীয় ডেয়ারি ক্ষেত্রকে মজবুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সমিতিগুলি ক্ষুদ্র কৃষকদের স্থিতিশীল বাজার, ঋণের সুবিধা, পশুদের জন্যে চিকিৎসা প্রদান করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছে। একইসঙ্গে এই ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করে তাদের ক্ষমতায়নে সাহায্য করেছে।

আমুলের মতো সফল সমবায় মডেলের কথা উল্লেখ করে শ্রী শাহ বলেন, ‘সহকার সে সমৃদ্ধি’-র দৃষ্টিভঙ্গি আজ বাস্তবায়িত হচ্ছে। সমবায়গুলির মধ্যে সহযোগিতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রক এবং অংশীদারদের মধ্যে সমন্বয়সাধন সমবায় মন্ত্রককে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেছে। একইসঙ্গে গ্রাম পর্যায়ের সমবায়গুলিকে অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে তাদের শক্তিশালী করে তুলেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই সকল প্রয়াস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উন্নত ভারতের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। 

শ্রী শাহ জানান, সমবায় ও মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রক সকল অংশীদারদের এক ছাতার তলায় নিয়ে এসেছে। এর ফলে, এখন নীতি নির্ধারণ, অর্থ বরাদ্দ, গ্রাম পর্যায়ে সমবায় গঠন এবং তাদের বহুমুখী করে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সমবায়ের উন্নয়নে জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন, জাতীয় ডেয়ারি উন্নয়ন বোর্ড, নাবার্ড-এর মতো জাতীয় প্রতিষ্ঠানগুলির ভূমিকার প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে পরিচালিত এই সংস্থাগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমবায়গুলিকে শক্তিশালী করে তুলবে এবং দেশে কৃষক ভিত্তিক প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। এদিনের বৈঠকে, কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী শ্রী কৃষ্ণ পাল গুর্জর সহ সমবায় মন্ত্রকের সচিব, নাবার্ড ও ন্যাশনাল ডেয়ারি ডেভলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

 

SC/SS/SKD


(Release ID: 2130190)