সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
২০২৫ – এর হজ তীর্থ যাত্রীদের জন্য ল্যাপ-১ চার্টার বিমান পরিষেবার কাজ সম্পূর্ণ: ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থ যাত্রীরা এই বিমান যাত্রা করেন
Posted On:
19 MAY 2025 5:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ মে, ২০২৫
দেশের ১৮টি বিমানবন্দর থেকে ২০২৫ – এর হজ তীর্থ যাত্রীরা বিমানে রওনা হয়েছেন। ১ লক্ষ ২০ হাজারেরও বেশি তীর্থ যাত্রীকে এক মাসের মধ্যে হজ যাত্রার জন্য নিয়ে যেতে পরিচালনগত সুবিধার্থে দুটি ল্যাপ – এ চার্টার বিমান পরিষেবা প্রদান করা হচ্ছে। এই দুটি ল্যাপ হ’ল – ল্যাপ-১ এবং ল্যাপ-২। ল্যাপ-১ এ যাত্রা শুরু হয় ২৯.০৪.২০২৫ তারিখে। বিমান ওঠার সুনির্দিষ্ট স্থল হিসেবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, দিল্লি, গয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, ইন্দোর, জয়পুর, লক্ষ্ণৌ, মুম্বাই ও শ্রীনগর বিমানবন্দরকে চিহ্নিত করা হয়।
যদিও উত্তর ভারতের কয়েকটি জায়গায় বিমান চলাচলের অসুবিধার কারণে শ্রীনগর থেকে ল্যাপ-১ এর জন্য সুনির্দিষ্ট ০৭.০৫.২০২৫ – এর হজ তীর্থযাত্রা ব্যহত হয়। উত্তর ভারতে এরপর বিমান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রীনগর বিমানবন্দর থেকে ৩ হাজার ৩৫৬ জন তীর্থযাত্রীর মধ্যে ১ হাজার ৪৬১ জন বিমান যাত্রা করেন। অবশিষ্ট যাত্রীদের ল্যাপ-২’তে বিমান যাত্রার জন্য ৩১.০৫.২০২৫ – এর মধ্যে রওনা হতে হবে। ল্যাপ-১ এ প্রথম পর্যায়ের যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। ল্যাপ-২’র যাত্রা শুরু হয়েছে ১০.০৫.২০২৫ তারিখে।
তীর্থ যাত্রীদের এই আধ্যাত্মিক যাত্রা যাতে সুগম হয়, সেদিকে নজর রেখে বিভিন্ন মন্ত্রক ও সংগঠনের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তীর্থ যাত্রীদের নির্বিঘ্নে যাত্রার স্বার্থে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে লজিস্টিক সহায়তা, চিকিৎসাগত সুবিধা প্রভৃতি নিশ্চিত করা হয়েছে।
SC/AB/SB…
(Release ID: 2129823)