প্রতিরক্ষামন্ত্রক
গড়ে ১৯ বছর বয়সী তরুণ পর্বতারোহীদের নিয়ে এনসিসি অভিযাত্রী দল সাফল্যের সঙ্গে মাউন্ট এভারেস্টে আরোহণ করেছে
Posted On:
18 MAY 2025 6:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মে , ২০২৫
ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি) এক ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে। তাদের একটি অভিযাত্রী দল ১৮ মে ২০২৫ –এ সাফল্যের সঙ্গে মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার)-এ আরোহণ করেছে। দলে ছিল ১০ এনসিসি ক্যাডেট(৫ জন তরুণ, ৫ জন তরুণী) এর পাশাপাশি ৪ জন অফিসার, ২ জন কমিশনড অফিসার, ১ জন গার্ল ক্যাডেট ইনস্ট্রাক্টর এবং ১০ জন নন- কমিশনড অফিসার।
নির্বাচিত ক্যাডেটরা সকলেই শিক্ষার্থী। বেছে নেওয়া হয়েছে সারা দেশ থেকে। তাদের কঠোর মনোনয়ন এবং প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রস্তুতির অঙ্গ হিসেবে এভারেস্টের আগে তারা মাউন্ট আবি গামিন অভিযান করে। ১৫ জনের চূড়ান্ত দলটি নির্বাচিত করা হয় সিয়াচেন বেস ক্যাম্পে আর্মি মাউন্টেয়ারিং ইন্সস্টিটিউটে শীতকালীন এবং কারিগরি সংক্রান্ত প্রশিক্ষণের জন্য। কয়েক মাসের প্রশিক্ষণের পরে মাউন্ট এভারেস্ট অভিযানের জন্য ১০ জন ক্যাডেটকে বেছে নেওয়া হয়।
তরুণতম পর্বতারোহীদের নিয়ে গড়া এই দলের গড় বয়স ১৯ বছর। এরাই ছিল সব আকর্ষণের কেন্দ্রে। আরোহণের বিভিন্ন পর্বে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণের সময় তাদের ফিটনেস এবং শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতন। নেপালের শেরপারাও তাদের শারীরিক সক্ষমতা এবং মনোবলের জন্য এনসিসি দলের প্রশংসা করেছে।
প্রতিকূল আবহাওয়া এবং গিরিপথ সত্ত্বেও ক্যাডেটরা বিশ্বের সর্বোচ্চ শিখরে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা এবং এনসিসির পতাকা উন্মোচন করে জাতীয় গরিমা এবং যুবশক্তির প্রমাণ রেখেছে।
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ২০২৫ এর ৩ এপ্রিল নতুন দিল্লি থেকে এই অভিযানের সূচনা করেন। ২০১৩ এবং ২০১৬- র পরে এনসিসির এটি তৃতীয় মাউন্ট এভারেস্ট আরোহণ।
SC/AP /SG
(Release ID: 2129564)