প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

মালয়েশিয়ায় ১৭তম ল্যাংকাউই আন্তর্জাতিক সমুদ্র ও মহাকাশ প্রদর্শনীতে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিরক্ষা রাজ্যমন্ত্রী

Posted On: 18 MAY 2025 9:33AM by PIB Kolkata

নতুন দিল্লি: ১৮ মে ২০২৫ 

 

প্রতিরক্ষা রাজ্যমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ ২০ থেকে ২৪ মে, ২০২৫ পর্যন্ত মালয়েশিয়ার ল্যাংকাউইতে অনুষ্ঠিতব্য ১৭তম ল্যাংকাউই আন্তর্জাতিক সমুদ্র ও মহাকাশ প্রদর্শনী (লিমা ২০২৫) -তে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। লিমা ২০২৫-তে একটি ভারতীয় প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে, যা প্রতিরক্ষা রাজ্যমন্ত্রী উদ্বোধন করবেন।

মঝগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড, ভারত ডায়নামিক্স লিমিটেড, বিইএমএল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং গ্লাইডারস ইন্ডিয়া লিমিটেড সহ অনেক ডিপিএসইউ এবং বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলি প্রদর্শনীতে অংশগ্রহণ করে  ভারতীয় প্রতিরক্ষা শিল্পের দক্ষতা প্রদর্শন করবে। এই বছর, লিমা -২০২৫--এ অংশগ্রহণকারী ভারতীয় সম্পদের মধ্যে আছে, ডর্নিয়ার বিমান এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজ।

প্রদর্শনীর পাশাপাশি, প্রতিরক্ষা রাজ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাতো' সেরি মোহাম্মদ খালেদ বিন নরদিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত করবে।

ভারত এবং মালয়েশিয়ার মধ্যে একটি শক্তিশালী এবং বহুমুখী সম্পর্ক রয়েছে যা প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে প্রসারিত হয়েছে। উভয় দেশ ২০২৪ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের সময় প্রতিষ্ঠিত ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের দৃষ্টিভঙ্গির অধীনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত এবং দ্বিবার্ষিকভাবে অনুষ্ঠিত লিমা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক ও মহাকাশ প্রদর্শনীগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়।


SC/SB/AS


(Release ID: 2129413)