আয়ুষ
azadi ka amrit mahotsav

শীর্ষস্থানীয় যোগ প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫-এর জন্য যুব-কেন্দ্রিক উদ্যোগ "যোগ আনপ্লাগড"-কে উৎসাহিত করছে এই কর্মসূচিতে যোগদানের মাধ্যমে

Posted On: 17 MAY 2025 11:15AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মে, ২০২৫

 

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫-এর জন্য যুব-কেন্দ্রিক উদ্যোগ "যোগ আনপ্লাগড" উল্লেখযোগ্য গতি অর্জন করছে, কারণ নেতৃস্থানীয় যোগ প্রতিষ্ঠানগুলি পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য একত্রিত হচ্ছে।

বিশ্বের প্রাচীনতম এবং সর্বাধিক সম্মানিত যোগ প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, কৈবল্যধাম, "যোগ আনপ্লাগড"-এর প্রতি তাঁদের সমর্থনের ইঙ্গিত দিয়ে প্রভাবশালী যুব-কেন্দ্রিক উদ্যোগের একটি সিরিজ চালু করেছে। এই উদ্যোগগুলির মধ্যে একটি হল "যোগা ফর ইয়ং মাইণ্ডস” বা “নবীন চিত্তের জন্য যোগাভ্যাস” অভিযান, যেখানে প্রতিষ্ঠান তার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কমন যোগ প্রোটোকল প্রশিক্ষণে বিনামূল্যে যোগদানের অনুমতি প্রদান করে। এর উদ্দেশ্য হল সারা দেশের ছাত্র এবং তরুণ পরিবর্তনকারীদের জন্য যোগব্যায়ামকে সুলভ করে তোলা। উপরন্তু, কৈবল্যধাম "যোগীনার একটি অনলাইন অফার", এর মাধ্যমে শীর্ষস্থানীয় যোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি ভার্চুয়াল বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলন "যোগ কানেক্ট"-এ অংশগ্রহণ করার লক্ষ্য রাখে - ।

উদ্ভাবনী এবং আকর্ষণীয় ফর্ম্যাটের মাধ্যমে নবীনদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য গড়ে তোলা এই উদ্যোগটি এই বছরের উদযাপনে বিশেষ মাত্রা যোগ করতে চলেছে।

১৯২৪ সালে স্বামী কুবলয়ানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত, কৈবল্যধাম যোগের অখণ্ড নীতি অনুসরণ করে। কৈবল্যধাম প্রতিষ্ঠা করা হয়েছিল বিজ্ঞানের সঙ্গে যোগ ঐতিহ্যের একীকরণের স্বতন্ত্র উদ্দেশ্য নিয়ে, যাতে এই জ্ঞানকে প্রাসঙ্গিক এবং বিশ্বের  কাছে সহজলভ্য করা যায়। এটি "যোগ আনপ্লাগড"-এ তাঁদের প্রবেশকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

আগামী দিনে আরও যোগ প্রতিষ্ঠান "যোগ আনপ্লাগড" আন্দোলনে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। তাঁদের এই প্রচেষ্টা নিশ্চিতভাবেই দেশজুড়ে তরুণদের এই রূপান্তরমূলক যাত্রার অংশ হতে অনুপ্রাণিত করবে।

১১তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে, আয়ুষ মন্ত্রক ১০টি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ঘোষণা করেছে যা এই বছরের উদযাপনকে রূপ দেবে :

(১) যোগ সঙ্গম - ১,০০,০০০ স্থানে সমন্বিত যোগব্যায়াম প্রদর্শন।
(২) যোগ বন্ধন - ভারত এবং অংশীদার দেশগুলির মধ্যে বিনিময় কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারিত্বকে উৎসাহিত করা।
(৩) যোগ পার্ক -সম্প্রদায়গুলির দীর্ঘমেয়াদী  সম্পৃক্ততার জন্য নিবেদিতপ্রাণ যোগ পার্কের উন্নয়ন।
(৪) যোগ সমাবেশ - শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক গোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক যোগব্যায়াম প্রোগ্রাম।
(৫) যোগ প্রভাব – জনস্বাস্থ্যের ক্ষেত্রে যোগের ভূমিকার উপর দশকব্যাপী ধারাবাহিক গবেষণা।
(৬) যোগ কানেক্ট - একটি ভার্চুয়াল বিশ্বব্যাপী যোগ সম্মেলন যেখানে বিখ্যাত বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য-পরিষেবা পেশাদাররা অংশগ্রহণ করেন।
(৭) হরিত যোগ – বৃক্ষরোপণ এবং পরিবেশগত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের সঙ্গে যোগব্যায়ামের সমন্বয়ে একটি সুদূরপ্রসারী উদ্যোগ।
(৮) যোগ আনপ্লাগড - যুব-কেন্দ্রিক ইভেন্টগুলি পরবর্তী প্রজন্মকে যোগব্যায়াম করতে অনুপ্রাণিত করবে।
(৯) যোগ মহাকুম্ভ – ১০টি শহরে সপ্তাহব্যাপী যোগ উৎসব, যা এক জাঁকজমকপূর্ণ উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে।
(১০) সময়োগ - সামগ্রিক সুস্থতার জন্য আধুনিক স্বাস্থ্য- পরিষেবা ব্যবস্থার সঙ্গে যোগব্যায়ামকে একীভূত করে ১০০ দিনের একটি অভিযান।

আয়ুষ মন্ত্রক ভারত এবং বিশ্বজুড়ে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সম্প্রদায়কে সুস্থতার এই গণআন্দোলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আসুন আমরা ২১শে জুন ২০২৫ তারিখে যোগের রূপান্তরকারী শক্তিকে উদযাপন করি এবং একটি স্বাস্থ্যকর, আরও ছন্দময় জীবনযাপনের পথ গ্রহণ করি।

আপনার এলাকায় যোগ সঙ্গম অনুষ্ঠান আয়োজন করতে, অনুগ্রহ করে অফিসিয়াল পোর্টালে নিবন্ধন করুন:

👉http://yoga.ayush.gov.in/yoga-sangam

 

 

SC/SB/DM


(Release ID: 2129357)