পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

নেপালের কাঠমান্ডুতে আয়োজিত প্রথম সাগরমাথা সংবাদে পার্বত্য বাস্তুতন্ত্র রক্ষায় বিশ্বের কাছে পাঁচ দফা কর্মসূচি তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব

Posted On: 16 MAY 2025 2:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ মে, ২০২৫ 

 

নেপালের কাঠমান্ডুতে আজ সাগরমাথা সংবাদের উদ্বোধনী অধিবেশনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভুপেন্দ্র যাদব। ‘জলবায়ু পরিবর্তন, পর্বতসমূহ এবং মানবতার ভবিষ্যৎ’ – এই বিষয় নিয়ে আন্তর্জাতিক এই উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান করা হয়। সারা বিশ্ব থেকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং জলবায়ু আন্দোলনের নেতৃবৃন্দ এই সমাবেশে অংশ নিয়েছেন। 
শীর্ষ সম্মেলনে শ্রী ভুপেন্দ্র যাদব বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে ভারতের অবিচল সংকল্পের কথা তুলে ধরেন। সেইসঙ্গে, হিমালয় এবং অন্যান্য পর্বতের বাস্তুতন্ত্র সুরক্ষায় বিশ্বব্যাপী সংঘবদ্ধ উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান তিনি। শ্রী যাদব বলেন, এই ঐতিহাসিক সমাবেশে ভারতের হয়ে যোগদান করা গর্বের বিষয়। তিনি বলেন, পর্বতসমূহের মধ্যে দিয়েই আমাদের ধরিত্রীর বুকে প্রাণশক্তি প্রবাহিত হচ্ছে, তাকে রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি এই সংবাদ আয়োজনের জন্য নেপালের প্রশংসা করে বলেন,  বিস্তৃত হিমালয়ের মধ্য দিয়ে ভারত প্রতিবেশী পর্বতগুলির সঙ্গে সাংস্কৃতিক ও পরিবেশগত সম্পর্ক সূত্রে যুক্ত। তিনি বলেন, বিশ্বের জনসংখ্যার ২৫ শতাংশ মানুষের আবাস ভূমি দক্ষিণ এশিয়া হওয়া সত্ত্বেও বিশ্ব কার্বন নিঃসরণের মাত্র ৪ শতাংশ ভাগীদার তারা। তিনি বলেন, পরিবেশগত সঙ্কট নিরসনের ভার বৈষম্যমূলকভাবে উন্নয়নশীল দেশগুলির উপর বর্তেছে। অথচ, উন্নত দেশগুলি জলবায়ু ক্ষেত্রে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা গড়ে তোলার সংকল্প পূরণের ক্ষেত্রে বহু যোজন দূরে। তিনি আন্তঃসীমান্ত পরিবেশ সংরক্ষণে উদ্যোগের আহ্বান জানিয়ে হিমালয় সন্নিহিত দেশগুলিকে স্নো লেপার্ড, বাঘ, চিতাবাঘ সংরক্ষণ সহ আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালয়েন্স – এর অধীন সংঘবদ্ধ উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 
শ্রী যাদব স্নো লেপার্ড সংরক্ষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর গৃহীত উদ্যোগের তাৎপর্য ব্যাখ্যা করেন। ভারতের গৃহীত এই উদ্যোগের ফলে ২০১৯ – ২০২৩ এই সময়কালের মধ্যে স্নো লেপার্ড গণনায় দেখা গেছে, ভারতে স্নো লেপার্ডের সংখ্যা ৭১৮, যা বিশ্বজুড়ে তাদের সংখ্যার ১০-১৫ শতাংশ। পার্বত্য এলাকাগুলিতে জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জগুলির নিরসনে তিনি ৫ দফা বিশ্বব্যাপী উদ্যোগের ডাক দেয়েছেন। এগুলি হ’ল – উন্নত বৈজ্ঞানিক সহযোগিতা, জলবায়ু স্থিতিস্থাপক ব্যবস্থা গড়ে তোলা, পার্বত্য সম্প্রদায়ের ক্ষমতায়ন, সবুজায়নে অর্থ লগ্নি এবং পার্বত্য প্রেক্ষাপটকে মর্যাদাদান। 
নেপালের প্রধানমন্ত্রী শ্রী কে পি শর্মা অলি, বিদেশ মন্ত্রী ডঃ আরজু রানা দেউবা, চীনের ন্যাশনাল পিপলস্‌ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান জিয়াও জি, কপ-২৯ এর সভাপতি এবং আজারবাইজানের পরিবেশ মন্ত্রী মুকতার বাবায়েভ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

 

SC/AB/SB…


(Release ID: 2129245)