শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংশোধিত ধারা 80-IAC কাঠামোর আওতায় কর ছাড়ের জন্য ডিপিআইআইটি ১৮৭টি স্টার্টআপ’কে অনুমোদন দিয়েছে

Posted On: 15 MAY 2025 4:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ মে, ২০২৫ 

 

ভারতের স্টার্টআপ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের লক্ষ্যে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ ডিপিআইআইটি আয়কর আইনের 80-IAC-র পরিমার্জিত ধারার আওতায় ১৮৭টি স্টার্টআপ’কে আয়কর ছাড়ের ক্ষেত্রে অনুমোদন দিয়েছে। ৩০ এপ্রিল, ২০২৫ তারিখে আন্তঃমন্ত্রক পর্ষদের ৮০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 
এই কর সুবিধার ফলে যোগ্য স্টার্টআপ-গুলি টানা তিন বছরের জন্য লাভের উপর ১০০ শতাংশ ছাড় পেতে পারে। ধীরে ধীরে বেড়ে ওঠা স্টার্টআপ-গুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত বিশেষভাবে উদ্ভাবন, কর্মসংস্থান ও সম্পদ সৃষ্টিকে উৎসাহিত করবে। এই প্রকল্পের সূচনা থেকে এখনও পর্যন্ত মোট ৩ হাজার ৭০০টি স্টার্টআপ-কে এই ছাড় দেওয়া হয়েছে।
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশের সময় সরকার ধারা 80-IAC’র আওতায় সুবিধা দাবি করার জন্য স্টার্টআপ-গুলির যোগ্যতা প্রমাণের সময়সীমা বাড়িয়েছে।
ডিপিআইআইটি-র সংশোধিত মূল্যায়ন কাঠামোর আওতায় আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করেছে। ১২০ দিনের মধ্যে এখন এই আবেদনপত্রগুলি পর্যালোচনা করা হয়। সর্বশেষ পর্যায়ে অনুমোদিত না হওয়া আবেদনপত্রগুলি পুনর্মূল্যায়ন ও পরিমার্জনের জন্যও উৎসাহিত করা হয়। 
কর ছাড় প্রক্রিয়া, যোগ্যতার মানদন্ড এবং আবেদনের বিবরণ সম্পর্কে আরও তথ্য সরকারি স্টার্টআপ ইন্ডিয়া পোর্টালে পাওয়া যাবে। 

 

SC/PM/SB


(Release ID: 2128894)