শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্টার্টআপগুলি-র মূলধন যোগান বৃদ্ধির জন্য সরকার ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর স্টার্টআপস (সিজিএসএস)-এর সম্প্রসারণের বিজ্ঞপ্তি দিয়েছে

Posted On: 09 MAY 2025 11:32AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ মে, ২০২৫


বাণিজ্য ও শিল্প মন্ত্রকের শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ (ডিপিআইআইটি) ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর স্টার্টআপস (সিজিএসএস)-এর সম্প্রসারণের বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রকল্পের আওতায় ঋণ গ্রহীতা পিছু গ্যারান্টির সর্বোচ্চ সীমা ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকা করা হয়েছে। ১০ কোটি টাকা পর্যন্ত খেলাপি ঋণের ক্ষেত্রে ৮৫ শতাংশ এবং ১০ কোটি টাকার বেশি খেলাপি ঋণের জন্য ৭৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টি দেওয়া হবে।

এছাড়াও ২৭টি চ্যাম্পিয়ন সেক্টরে স্টার্টআপগুলির জন্য বার্ষিক গ্যারান্টি ফি (এজিএফ) ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। ভারতের উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য সরকার ‘মেক ইন ইন্ডিয়া’-এর আওতায় চাম্পিয়ন সেক্টরগুলিকে চিহ্নিত করেছে। চ্যাম্পিয়ন সেক্টরগুলির জন্য এই এজিএফ হ্রাস দেশীয় উৎপাদন এবং আত্মনির্ভরতা ক্ষেত্রে উৎসাহ যোগাবে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভারতকে একটি উদ্ভাবন ও আত্মনির্ভর পরিচালিত অর্থনীতিতে রূপান্তরিত করার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এই সম্প্রসারণের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে স্টার্টআপগুলির অর্থ যোগানের চাহিদা পূরণ হবে। এর ফলে স্টার্টআপগুলির গবেষণা ও উন্নয়ন, পরীক্ষা নিরীক্ষা এবং অত্যাধুনিক উদ্ভাবন ও প্রযুক্তি তৈরি করতে সক্ষম হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে একটি প্রাণবন্ত স্টার্টআপ পরিমণ্ডল তৈরি করার লক্ষ্যে ২০১৬ সালের ১৬ জানুয়ারি, স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের সূচনা করেছিলেন এবং স্টার্টআপগুলির জন্য একটি পরিকল্পনাও করেছিলেন। তাই দেশকে বিকশিত ভারতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। 

বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন : https://www.ncgtc.in/en/product-details/CGSS/Credit-Guarantee-Scheme-for-Start-ups-(CGSS)


SC/SS/SKD


(Release ID: 2127892)