প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর পৌরোহিত্য

Posted On: 08 MAY 2025 2:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ মে, ২০২৫

 

বর্তমান পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রীয় স্তরে প্রস্তুতি এবং বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয়ের বিষয়ে পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন। 

পরিচালনগত ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রক ও সংস্থার মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মন্ত্রকের পরিকল্পনা ও প্রস্তুতির পর্যালোচনা করেন তিনি।

সচিবদের নিজ নিজ মন্ত্রকের পরিচালনগত ক্ষেত্রে একটি সর্বাঙ্গীন পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। গুরুত্বপূ্র্ণ ব্যবস্থাপনাগুলি যাতে যথাযথভাবে পরিচালিত হয়, যেকোন পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রস্তুতি যাতে থাকে, জরুরি অবস্থায় দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং অভ্যন্তরীণ তথ্য বিনিময় নিয়মাবলী যাতে মেনে চলা হয়, সেই বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়। 

বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় সচিবরা তাঁদের বিভিন্ন পরিকল্পনার বিষয় উপস্থাপন করেন। প্রতিটি মন্ত্রক যেকোন সংঘাতময় পরিস্থিতিতে তাদের কী কী করণীয় সেগুলিকে চিহ্নিত করেছে। এক্ষেত্রে তাদের যে কাজগুলি করা উচিত, সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। যে কোনও আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করতে প্রতিটি মন্ত্রক প্রস্তুত বলে জানিয়েছে।

বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরমধ্যে রয়েছে- সিভিল ডিফেন্স বা অসামরিক প্রশাসনিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, ভুল তথ্য এবং ভুয়ো খবরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির বিষয়ে সতর্ক থাকা। রাজ্য সরকার এবং তৃণমূল স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বৈঠকে ক্যাবিনেট সচিব, প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং টেলি-যোগাযোগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিবরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সকলকে সতর্ক থাকার, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং সংবেদনশীল এই সময়কালে স্পষ্ট বার্তা প্রচারের ওপর গুরুত্ব দেন। জাতীয় নিরাপত্তা, পরিচালনগত ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি এবং নাগরিকদের সুরক্ষার প্রশ্নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান।  

 


SC/CB /NS…


(Release ID: 2127698) Visitor Counter : 2