মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

বিদ্যুৎক্ষেত্রে কয়লা বন্টন নিয়ে সংশোধিত ‘শক্তি’ (স্কিম ফর হার্নেসিং অ্যান্ড অ্যালোকেটিং কয়লা ট্রান্সপারেন্টলি ইন ইন্ডিয়া) নীতি অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

प्रविष्टि तिथि: 07 MAY 2025 12:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ মে, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে সংশোধিত কয়লা নীতি অনুমোদিত হয়েছে। এক্ষেত্রে ‘দুই জানালা’ নীতি অনুসরণ করা হয়েছে। 

প্রথম ক্ষেত্রে যৌথ উদ্যোগ এবং সেগুলির সহযোগী কেন্দ্রীয় ক্ষেত্রের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বর্তমানে কয়লা বন্টনের যে নীতি রয়েছে, তা বহাল থাকছে। রাজ্যগুলির ক্ষেত্রেও কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের সুপারিশ অনুযায়ী বর্তমানের কয়লা বন্টনের প্রক্রিয়া অব্যাহত থাকছে।

দ্বিতীয় ক্ষেত্রে পিপিএ বা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির জন্য ১২ মাস পর্যন্ত বা ১২ মাসের বেশি সময় থেকে শুরু করে ২৫ বছর পর্যন্ত নিলামের ভিত্তিতে কয়লা সংগ্রহ করতে হবে। 

কয়লা বন্টনের ক্ষেত্রে ‘শক্তি’ (স্কিম ফর হার্নেসিং অ্যান্ড অ্যালোকেটিং কয়লা ট্রান্সপারেন্টলি ইন ইন্ডিয়া) নীতি চালুর ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি তাদের প্রয়োজন অনুযায়ী স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি ভিত্তিতে কয়লা সংগ্রহ করতে পারবে। নতুন এই কয়লা নীতিতে কয়লা সংস্থাগুলিকে বাড়তি কোনো অর্থ খরচ করতে হবে না। ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার ‘শক্তি’ নীতি চালু করে, যার ফলে কয়লা বন্টনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ২০১৯ সাল এবং তারপর ২০২৩ সালে এই ‘শক্তি’ নীতি আবার সংশোধন করা হয়। 

 

SC/MP/DM.


(रिलीज़ आईडी: 2127555) आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Nepali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam