কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

তিরুপতি, ভিলাই, জম্মু, ধারওয়াড় এবং পালাক্কড়ে ৫টি আইআইটি-র পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 07 MAY 2025 12:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ মে, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অন্ধ্রপ্রদেশের তিরুপতি, কেরলের পালাক্কড়, ছত্তিশগড়ের ভিলাই, জম্মু ও কাশ্মীরের জম্মু এবং কর্ণাটকের ধারওয়াড়ে তৈরি হওয়া নতুন ৫টি আইআইটি-র পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পে অনুমোদন দিয়েছে। 
এই প্রকল্প বাবদ ২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ সময়কালের জন্য ১১,৮২৮.৭৯ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলিতে শিক্ষকদের ১৩০টি পদ তৈরি করাতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 
শিল্প ও শিক্ষা মহলের যোগাযোগ আরও সুদৃঢ় করতে ৫টি নতুন অত্যাধুনিক গবেষণা পার্ক-ও তৈরি হবে শীঘ্রই। 
এই আইআইটি-গুলিতে আগামী চার বছরে আরও ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর পাঠ গ্রহণের ব্যবস্থা করা হবে। 
উল্লেখ্য, পালাক্কড় এবং তিরুপতির আইআইটি-তে শিক্ষাদানের কাজ শুরু হয় ২০১৫-১৬ বর্ষ থেকে। বাকি তিনটি প্রতিষ্ঠানে এই কাজ শুরু হয় ২০১৬-১৭ বর্ষ থেকে। এই আইআইটি-গুলি এখন অস্থায়ী চত্বর থেকেই কাজ করছে। 

 

SC/AC/SB


(Release ID: 2127465) Visitor Counter : 14