পর্যটনমন্ত্রক
সম্মেলন ও প্রদর্শন সংক্রান্ত শিল্প (MICE) ভারতে অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং উন্নতমানের কর্মসংস্থান সৃষ্টি করবে : কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত
Posted On:
05 MAY 2025 8:33AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ মে, ২০২৫
রাজস্থানের জয়পুরে চতুর্দশ গ্রেট ইন্ডিয়ান ট্র্যাভেল বাজারের অনুষ্ঠানের ফাঁকে রাজস্থান সরকারের পর্যটন দপ্তর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথভাবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ‘মিট ইন ইন্ডিয়া’ কনক্লেভের আয়োজন করে। এই কনক্লেভে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, ভারতে মিটিংস, ইনসেন্টিভস, কনফারেন্সেস ও একজিবিশন্স(MICE) অর্থাৎ সম্মেলন ও প্রদর্শন সংক্রান্ত শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই শিল্প উন্নতমানের কর্মসংস্থানের সৃষ্টি করবে বলেও তাঁর অভিমত। শ্রী শেখাওয়াত বলেন, এ দেশের অর্থনীতির উন্নয়ন, আন্তর্জাতিক মানের পরিকাঠামো এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সমর্থনের কারণে ভারতের এই শিল্প আন্তর্জাতিক স্তরে চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। দেশের বিভিন্ন রাজ্যের এই সুযোগকে কাজে লাগানো উচিত বলে তাঁর অভিমত।
MICEএর কথা বিবেচনা করে ভারত মণ্ডপম, যশোভূমি, জিও ওয়ার্ল্ড সেন্টারের মতো বিভিন্ন সম্মেলন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। দেশের কমপক্ষে ১০টি শহরকে MICE শিল্পের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্য শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজস্থানের মতো বিভিন্ন রাজ্য নানা সম্মেলন আয়োজন করার ক্ষেত্রে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন MICE সংস্থার ৩০০-র বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। ২০২৪ সালে ভারতে এই শিল্প থেকে প্রায় ৫ হাজার কোটি মার্কিন ডলার রাজস্ব আয় হয়েছে। ২০৩০ সালের মধ্যে ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে এই রাজস্ব আদায়ের পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। বিগত এক দশকে ভারতের সড়ক, রেলপথ, জলপথ ও বিমান পরিবহণে পরিকাঠামোর মানোন্নয়ন ঘটানো হয়েছে। এই সময়কালে প্রায় ২৫ লক্ষ হোটেলের ঘর নির্মিত হয়েছে।
নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সন শ্রী সুমন বেরী বলেন, জি-২০ গোষ্ঠীর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্য বেঁধে দিয়েছিলেন, এখন সেই লক্ষ্য অর্জন করতে হবে। রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী শ্রীমতী দিয়া কুমারী এবং ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী শ্রীমতী প্রভাতী পারিদা সম্মেলনে MICE শিল্পের গন্তব্য হিসেবে নিজ নিজ রাজ্যের বিভিন্ন দিক উপস্থাপন করেন। ফিকি-র প্রাক্তন সভাপতি ডঃ জ্যোৎস্না পুরী জানান, জি-২০ সম্মেলনে ভারত তার যে দক্ষতা প্রদর্শন করেছে, তার মধ্য দিয়ে MICE শিল্পের আদর্শ গন্তব্য হিসেবে দেশ নিজেকে প্রতিষ্ঠা করেছে। এই সম্মেলনের পর রাজস্থানে জয়পুর একজিবিশন অ্যান্ড কনভেশন সেন্টার (জেইসিসি)-এ দু’দিনব্যাপী জিআইটিবি সম্মেলনের আয়োজন করা হয়েছে।
SC/CB/DM..
(Release ID: 2127050)
Visitor Counter : 8