মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডঃ সুকান্ত মজুমদার পিএম-ঊষা’র আওতায় শিক্ষা ও গবেষণা বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলির এক বহুমুখী দু’দিনের জাতীয় কর্মশালার উদ্বোধন করেছেন

Posted On: 30 APR 2025 2:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২৫ 

 

শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান (পিএম-ঊষা) – এর আওতায় শিক্ষা ও গবেষণা বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলির এক বহুমুখী দু’দিনের জাতীয় কর্মশালার উদ্বোধন করেছেন। নতুন দিল্লির আইসিএআর – এ এই সম্মেলনটি হচ্ছে। উচ্চ শিক্ষা বিষয়ক সচিব ডঃ বিনীত যোশী, শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী সুনীল কুমার বার্নোয়াল, এআইসিটিই – এর চেয়ারম্যান অধ্যাপক টি জি সীতারাম, এইটিএফ – এর চেয়ারপার্সন অনিল সহস্রবুধে, ইউজিসি’র প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এম জগদীশ কুমার এবং অন্যান্য প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রকের যুগ্মসচিব শ্রী আর্মস্ট্রং পামে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ডঃ সুকান্ত মজুমদার জাতীয় শিক্ষা নীতি ২০২০’র গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, এটি তরুণ প্রজন্মকে আধুনিকতার পাশাপাশি প্রাচীন জ্ঞান সম্পর্কে অবহিত করবে। এই জাতীয় শিক্ষা নীতি ২০২০ ভারতীয় পড়ুয়াদের আন্তর্জাতিক স্তরে চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী, দক্ষ ও জ্ঞানী করে তুলবে। 
তিনি বলেন, ৬৪টি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬৪ জন উপাচার্যের অংশগ্রহণে এই জাতীয় সম্মেলন বিশেষ মাত্রা পাবে। ৩৫টি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা মন্ত্রক বহুমুখী শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের আওতায় ৪৪টি বাধ্যতামূলক কর্মসূচি গ্রহণের জন্য ১০০ কোটি টাকা করে দেবে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের স্বপ্ন পূরণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 
ডঃ বিনীত যোশী তাঁর বক্তব্যে জাতীয় শিক্ষা নীতি ২০২০’র গুরুত্বের কথা উল্লেখ করেন। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। 
দু’দিনের এই সম্মেলনে ১২টি পর্ব রয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ ও আধিকারিকরা এই পর্বগুলিতে তাঁদের বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান বা পিএম-ঊষা শিক্ষা মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। রাজ্য পরিচালিত প্রতিষ্ঠানগুলিতে উচ্চ শিক্ষার মান বাড়াতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।  

 

SC/PM/SB…


(Release ID: 2125708) Visitor Counter : 12