প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভগবান পরশুরাম জয়ন্তীতে সকলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Posted On: 29 APR 2025 9:49AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ এপ্রিল,  ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভগবান পরশুরাম জয়ন্তীতে আজ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। 
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :
“ভগবান পরশুরাম জয়ন্তীতে সমস্ত দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। কামনা করি, অস্ত্র এবং শাস্ত্রের দিব্যজ্ঞানের জন্য পূজনীয় ভগবান পরশুরামের আশীর্বাদে সকলের জীবন সাহস এবং সক্ষমতায় পরিপূর্ণ হোক।”  

 

SC/AB/SG


(Release ID: 2125100) Visitor Counter : 11