শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব মজবুত করতে বাণিজ্য সচিব শ্রী সুশীল কুমার বার্থওয়ালের নেদারল্যান্ডস্‌‌ সফর

Posted On: 29 APR 2025 11:17AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ এপ্রিল, ২০২৫ 

 

দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব মজবুত করতে বাণিজ্য সচিব শ্রী সুশীল কুমার বার্থওয়াল ২৪-২৬ এপ্রিল নেদারল্যান্ডস্‌‌ সফর করলেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করার পাশাপাশি ঐ দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলিও ঘুরে দেখেন তিনি। 
দু’দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের আলোচনার ভিত্তিতে বাণিজ্যিক অংশীদারিত্বের প্রসারে জয়েন্ট ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটি (জেটিআইসি)-র মতো নানা ব্যবস্থাপনা তৈরি হয়ে উঠেছে। বাণিজ্য সচিবের নেদারল্যান্ডস্‌ সফরে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সেখানকার শিল্পপতিরা। বাণিজ্য সচিব তাঁর সফর শুরু করেন দ্য হেগ – এ নেদারল্যান্ডস্‌ - এর বিদেশ বিষয়ক মন্ত্রকের অধীন বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মহানির্দেশক মিশেল সুইয়ার্সের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। 
নেদারল্যান্ডস্‌ - এ ভারতীয় দূতাবাসের আয়োজনে বিভিন্ন শিল্প সংস্থার কর্ণধারদের বৈঠকেও যোগ দেন বাণিজ্য সচিব। সেখানে পুনর্নবীকরণযোগ্য শক্তি, কৃষি, স্বাস্থ্য পরিচর্যা, বর্জ্য ব্যবস্থাপনা, নগরোন্নয়ন এবং লজিস্টিকস্‌ - এর মতো ক্ষেত্রে সহযোগিতার পরিসর খুঁজে দেখা হয়। ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মকাণ্ডের ছবি তুলে ধরেন বাণিজ্য সচিব। ভারতে হস্তশিল্পের প্রসারে ‘এক জেলা, এক পণ্য’ কর্মসূচির বিষয়টিও তুলে ধরা হয় সেখানে। 
বাণিজ্য সচিব রটারড্যাম বন্দরও পরিদর্শন করেন। ইউরোপের বৃহত্তম এবং বিশ্বের আধুনিক বন্দরগুলির অন্যতম রটারড্যামের সঙ্গে ভারতীয় বন্দরগুলির আদান-প্রদান বৃদ্ধি নিয়ে তিনি বৈঠক করেন সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে। 
নেদারল্যান্ডস্‌ - এ সেমিকন্ডাক্টর শিল্পের অন্যতম প্রতিষ্ঠান এএসএমএল – এর সদর দপ্তর পরিদর্শন করেন বাণিজ্য সচিব। সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারত – নেদারল্যান্ডস্‌ সহযোগিতা নিয়ে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বৈঠক হয়। 
নেদারল্যান্ডস্‌ সফরে বাণিজ্য সচিবের সঙ্গে ছিলেন মন্ত্রকের যুগ্মসচিব শ্রী সাকেত কুমার সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল। 

 

SC/AC/SB…


(Release ID: 2125080) Visitor Counter : 11
Read this release in: English , Urdu , Hindi , Tamil