রাষ্ট্রপতিরসচিবালয়
নাগরিক সম্মাননা সমারোহের প্রথম পর্বে ২০২৫ সালের পদ্ম পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি
Posted On:
28 APR 2025 8:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ এপ্রিল, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নাগরিক সম্মাননা সমারোহের প্রথম পর্বে ২০২৫ সালের পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান প্রদান করেন। উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী প্রমুখ।
প্রাপকদের নামের তালিকাটি পড়তে এই লিঙ্কটি দেখুন -http://https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/apr/doc2025428547201.pdf
SC/AC/SB
(Release ID: 2125076)
Visitor Counter : 4