শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইপিএফও সংশোধিত ফর্ম-১৩ চালুতে কর্মচারীদের তহবিল স্থানান্তরণের দাবি প্রক্রিয়া সরলীকৃত হয়েছে

Posted On: 25 APR 2025 2:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ এপ্রিল, ২০২৫ 

 

সদস্যদের জীবন ধারণের স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয়ে ইপিএফও এ বছরের জানুয়ারি মাস থেকে পিএফ তহবিল স্থানান্তরণের প্রক্রিয়াকে অনেক সহজ করে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মালিক পক্ষের সম্মতির প্রয়োজনীয় বাধ্যবাধকতাকে রদ করা হয়েছে। 
এখনও পর্যন্ত পিএফ সঞ্চয় স্থানান্তরণের ক্ষেত্রে দুটি ইপিএফ অফিসের প্রয়োজন হ’ত। প্রথমত, যে জায়গা থেকে সেই পিএফ সঞ্চয় স্থানান্তরিত হবে এবং দ্বিতীয়টি অন্য ইপিএফ অফিস, যা কর্মচারীর বর্তমান কর্মস্থলে সেই আমানত স্থানান্তরিত হবে। এখন থেকে সেই বাধ্যবাধকতা আর থাকছে না। সফট্‌ওয়্যার-ভিত্তিক পুনর্গঠিত ফর্ম-১৩’র মাধ্যমে সুনির্দিষ্ট অফিসেই সেই তহবিল স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হয়ে যাবে। 
এই পুনর্গঠিত ব্যবস্থায় পিএফ তহবিলের করযোগ্য এবং করযোগ্য নয়, সেই প্রক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়ে যাবে, যাতে করযোগ্য পিএফ – এর সুদের উপর টিডিএস নির্ধারণ অনায়াসে সম্ভব হবে। 
অনুমান করা হচ্ছে যে, এতে প্রায় ১ কোটি ২৫ লক্ষ সদস্য উপকৃত হবেন। বাৎসরিক প্রায় ৯০ হাজার কোটি টাকার অনুরূপ স্থানান্তর এখন থেকে অনেক দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। 
ব্যবসার অধিক স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয়ে এবং বিভিন্ন অভিযোগের নিষ্পত্তিতে ইপিএফও স্থির করেছে যে, এইসব সদস্যদের অতীতের টাকা জমা পড়ার ক্ষেত্রে কর ছাড় সংক্রান্ত বিষয়ে আধারের বাধ্যবাধকতাকেও ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে ইউএএন তৈরিতে সদস্যের নথিভুক্ত পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতেই তাঁদের পিএফ তহবিলে অর্থ স্থানান্তরণ সম্ভব হবে। একসঙ্গে অনেক সংখ্যক ইউএএন তৈরিও ফিল্ড অফিসগুলিতে সম্পূর্ণ সফট্‌ওয়্যার-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে সম্ভব হবে। 
যদিও পিএফ সংগ্রহে ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে নির্ণায়ক ব্যবস্থা হিসেবে এই যাবতীয় ইউএএন-গুলিকে নিষ্ক্রিয় অবস্থায় রাখা থাকবে। আধারের মাধ্যমেই সেগুলিকে কার্যকর করা হবে। 
এইসব ব্যবস্থা গ্রহণের ফলে পিএফ সদস্যদের পরিষেবা প্রদান অনেক উন্নত হবে এবং তাঁদের দাবিদাওয়ার নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘদিনের যে অভিযোগ ছিল, তা যথাসম্ভব কমিয়ে আনা যাবে। 

 

SC/AB/SB


(Release ID: 2124303) Visitor Counter : 11