শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
ইএসআই প্রকল্পে ২০২৫-এর ফেব্রুয়ারি মাসে ১৫.৪৩ লক্ষ নতুন কর্মীর নাম নথিভুক্ত
Posted On:
25 APR 2025 11:08AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ এপ্রিল, ২০২৫
ইএসআইসি – এর প্রাথমিক বেতন তালিকার পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে, ২০২৫ – এর ফেব্রুয়ারি মাসে ১৫.৪৩ লক্ষ নতুন কর্মীর নাম নথিভুক্ত হয়েছে।
ফেব্রুয়ারি মাসে ইএসআই প্রকল্পে সামাজিক সুরক্ষা বলয়ের অধীন ২৩ হাজার ৫২৬টি নতুন সংস্থা অন্তর্ভুক্ত হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে আরও বেশি সংখ্যক কর্মীর সামাজিক সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ২,৯১,৩৮,৩৯৫ জন কর্মী ইএসআই প্রকল্পে তাঁদের দেয় অর্থ প্রদান করেছেন। ২০২৫ – এর ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২,৯৭,০৪,৬১৪। অর্থাৎ, বৃদ্ধি পেয়েছে ৫,৬৬,২১৯ জন।
উল্লেখ্য, ঐ মাসে নথিভুক্ত ১৫.৪৩ লক্ষ নতুন কর্মীর মধ্যে ৭.৩৬ লক্ষ কর্মীর বয়ঃসীমা ২৫ – এর মধ্যে, যা প্রায় ৪৭.৭ শতাংশ।
বেতন তালিকায় লিঙ্গগত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৫ – এর ফেব্রুয়ারি মাসে নতুন নথিভুক্ত মহিলা কর্মীর সংখ্যা ৩.৩৫ লক্ষ। এর পাশাপাশি ঐ মাসে ৭৪ জন তৃতীয় লিঙ্গের কর্মীও ইএসআই প্রকল্পে নথিভুক্ত হয়েছেন। এ থেকে এটা স্পষ্ট যে, সমাজের প্রতিটি ক্ষেত্রেই সুবিধা সুনিশ্চিত করতে ইএসআইসি দায়বদ্ধ।
বেতনক্রমের এই পরিসংখ্যান প্রাথমিক বা অসম্পূর্ণ। কারণ, পরিসংখ্যান প্রতি মুহূর্তেই বদলাচ্ছে।
SC/AB/SB
(Release ID: 2124286)
Visitor Counter : 10