প্রতিরক্ষামন্ত্রক
নৌ বাহিনীতে দশম ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ বহনক্ষম বার্জ-এর অন্তর্ভুক্তি
Posted On:
23 APR 2025 9:00AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ এপ্রিল, ২০২৫
মুম্বাইয়ের ন্যাভাল ডকইয়ার্ডে দশম অ্যামুনিশন কাম টর্পেডো কাম মিশাইল – এসিটিসিএম বার্জটিকে অন্তর্ভুক্ত করা হল। ২২ এপ্রিল, এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ বাহিনীর আধিকারিক কোমোডার একেকে রেড্ডি। একটি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী সংস্থা মেসার্স সূর্যদীপ্ত প্রজেক্টস প্রাইভেট লিমিটেড-কে এই বার্জগুলি তৈরি করার বরাত দেওয়া হয়েছিল। এই সংস্থাটি ভারতের একটি জাহাজের নক্সা তৈরির সংস্থার সঙ্গে যৌথভাবে বার্জগুলির নক্সা তৈরি করে। পরে সেগুলি বিশাখাপত্তনমের ন্যাভাল সায়েন্স অ্যান্ট টেকনোলজিক্যাল ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। জাহাজ চলাচল সংক্রান্ত ভারতীয় নিয়ামক সংস্থা ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং-এর নিয়ম অনুসারে বার্জগুলি নির্মিত হয়। ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির আওতায় ইতোমধ্যেই ৯টি বার্জ নৌ বাহিনীকে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এই সংস্থাটি বরাত পাওয়ার পর চারটি সুলেজ বার্জ তৈরি করছে। এসিটিসিএম বার্জগুলির কারণে ভারতীয় নৌ বাহিনীর বিস্ফোরক পদার্থ পরিবহণে সুবিধা হবে।
SC/CB/SKD
(Release ID: 2123797)
Visitor Counter : 9