স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
সিজিএইচএস ডিজিট্যাল হেলথ প্ল্যাটফর্মের সূচনা
Posted On:
23 APR 2025 11:41AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ এপ্রিল, ২০২৫
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের গুরুত্বপূর্ণ প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম – সিজিএইচএস-এর ডিজিটাল পরিষেবায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। আগামী ২৮ এপ্রিল থেকে সেন্টার ফর ডেভলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং-এর নতুন সফটওয়্যার এই পরিষেবায় ব্যবহৃত হবে।
সিজিএইচএস-এর বর্তমান সফটওয়্যারটি ২০০৫ সাল থেকে ব্যবহার করা হয়। এটি ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যভাণ্ডারের আধুনিকীকরণের প্রয়োজন দেখা দেয়। তথ্য প্রযুক্তির অত্যাধুনিক সব উপাদান নতুন সফটওয়্যারে রয়েছে। সাইবার নিরাপত্তার বিষয়টিকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়ার পাশাপাশি এটি যাতে দ্রুততার সঙ্গে স্বচ্ছভাবে উপভোক্তাবান্ধব হিসেবে কাজ করতে পারে সেদিকে নজর দেওয়া হয়েছে।
এই পরিষেবা দ্রুত শুরু করার জন্য আগামী ২৬ এপ্রিল, শনিবার ওয়েলনেস সেন্টার সহ সিজিএইচএস-এর সব পরিষেবা বন্ধ রাখা হবে। ওই দিন পুরনো সফটওয়্যার থেকে বিভিন্ন তথ্য নতুন সফটওয়্যারে নিয়ে যাওয়া হবে।
সিজিএইচএস-এর নতুন সফটওয়্যারটি সুবিধাপ্রাপকদের শনাক্ত করতে একটি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর – ‘প্যান’ তৈরি করবে। ডিজিটাল পদ্ধতিতে তথ্য যাচাইয়ের ফলে এখন থেকে আর্থিক লেনদেন ভারত কোষের সঙ্গে সরাসরি হবে। এক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতিতে কোনো কাজ করা যাবে না। আর্থিক লেনদেনের প্রাক্কালে বিভিন্ন তথ্য যাচাই করা হবে। অনলাইন কার্ডে নতুন তথ্য সংযোজন বা বিয়োজন করা যাবে। বিভিন্ন ধরনের আবেদনের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য এসএমএস এবং ই-মেলের সাহায্য নেওয়া হবে। এই প্রকল্পের সুবিধাপ্রাপকদের পাসওয়ার্ড নতুন করে সেট করতে হবে। পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের সাহায্যে সুবিধাপ্রাপক কোন্ দপ্তরে কর্মরত সে সংক্রান্ত তথ্য যাচাই করা হবে। সিজিএইচএস-এর মোবাইল অ্যাপটি নতুন করে তৈরি করা হয়েছে। এখন এই অ্যাপের সাহায্যে ডিজিট্যাল সিজিএইচএস কার্ড ব্যবহার করা সম্ভব হবে।
২৮ এপ্রিল থেকে সিজিএইচএস-এর পুরনো দুটি ওয়েবসাইট www.cghs.gov.in এবং www.cghs.nic.in আর কার্যকর থাকবে না। এই প্রকল্পের নতুন ওয়েবসাইট www.cghs.mohfw.gov.in-এর মাধ্যমে সব ধরনের কাজ চলবে। নাম নথিভুক্তি, আবেদন জমা, বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি এবং নতুন তথ্য সংযোজন বা পুরনো তথ্য বিয়োজন এই ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। সিজিএইচএস পরিষেবার জন্য যেসব আবেদনগুলি ইতিমধ্যেই করা হয়েছে, অথচ এসংক্রান্ত আর্থিক লেনদেন হয়নি, সেগুলি ২৭ এপ্রিলের পর আর গ্রাহ্য হবে না। এর জন্য নতুন পোর্টালে আবারও আবেদন করতে হবে। সিজিএইচএস-এর সুবিধাপ্রাপকদের তাদের প্যান কার্ডের সাহায্যে পরিষেবা পেতে হলে www.cghs.mohfw.gov.in-এর মাধ্যমেই সব কাজ করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে সিজিএইচএস-এর হেল্প ডেস্ক এবং ইউজার ম্যানুয়াল পাওয়া যাবে। তবে, সিজিএইচএস-এর কার্ডগুলি আগের মতোই ব্যবহার করা যাবে।
SC/CB/SKD
(Release ID: 2123794)
Visitor Counter : 17