কেন্দ্রীয়লোকসেবাআয়োগ
ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৪-এর চূড়ান্ত ফল ঘোষণা
Posted On:
22 APR 2025 2:25PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ এপ্রিল ২০২৫
২০২৪-এর সিভিল সার্ভিস পরীক্ষার আজ চূড়ান্ত ফল ঘোষণা করলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। প্রথম হয়েছেন শক্তি দুবে। সিভিল সার্ভিস পরীক্ষায় তাঁর বিষয় ছিল রাষ্ট্র বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শক্তি দুবে জৈব রসায়ন বিভাগে স্নাতক হয়েছেন।
দ্বিতীয় স্থান পেয়েছেন বরোদার এম এস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বাণিজ্যের স্নাতক হর্ষিতা গোয়েল।
তৃতীয় হয়েছেন শ্রী ডোংরে অর্চিত পরাগ। তিনি ভেলোরের ভিআইটি-র ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের স্নাতক।
চতুর্থ স্থানে রয়েছেন আহমেদাবাদের গুজরাত টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ছাত্রী কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক শাহ মার্গি চিরাগ। দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র আকাশ গর্গ পঞ্চম স্থান অধিকার করেছেন।
শীর্ষে থাকা ২৫ জন সফল প্রার্থীর মধ্যে ১১ জন মহিলা এবং ১৪ জন পুরুষ। এঁদের মধ্যে কলা, বিজ্ঞান, বাণিজ্য বিভাগের স্নাতকরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল সায়েন্সের পড়ুয়ারা। এঁরা আইআইটি, এনআইটি, ভিআইটি, জেএনইউ, দিল্লি এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের মতো দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করেছেন।
২০২৪-এর সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা এবং ২০২৫-এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নেওয়া পার্সোনালিটি টেস্টের ওপর ভিত্তি করে এই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১,০০৯ জন। উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকার ভিত্তিতে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এবং সেন্ট্রাল সার্ভিসেসের গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’-তে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
আইএএস-এ ১৮০ জন, আইএফএস-এ ৫৫ জন, আইপিএস-এ ১৪৭ জন এবং সেন্ট্রাল সার্ভিসেসের গ্রুপ ‘এ’-তে ৬০৫ এবং গ্রুপ ‘বি’-তে ১৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
গত বছরের ১৬ জুন সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা নেওয়া হয়। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী আবেদন করলেও, পরীক্ষায় বসেছিলেন ৫ লক্ষ ৮৩ হাজার ২১৩ জন। লিখিত (মেন) পরীক্ষার জন্য ১৪,৬২৭ জন প্রার্থীকে বেছে নেওয়া হয়। এর মধ্যে ২,৮৪৫ জন পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পান।
উত্তীর্ণ ১,০০৯ জন প্রার্থীর মধ্যে ৭২৫ জন পুরুষ এবং ২৮৪ জন মহিলা রয়েছেন। শীর্ষে থাকা ৫ জন প্রার্থীর মধ্যে তিন জন মহিলা এবং দুই জন পুরুষ।
ইউপিএসসি-র ওয়েবসাইট http//www.upsc.gov.in-এ বিস্তারিত ফলাফল পাওয়া যাবে। ফল ঘোষণার ১৫ দিনের মধ্যে ওয়েবসাইটে নম্বরও দেখা যাবে।
ইংরেজিতে এই ফলাফল দেখতে এই লিঙ্কটি দেখুন -
http:// https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/apr/doc2025422543401.pdf
SC/MP/AS
(Release ID: 2123536)
Visitor Counter : 9