প্রতিরক্ষামন্ত্রক
জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক ও আধ্যাত্মিক সক্ষমতার সঙ্গে যুদ্ধক্ষেত্রেও সেনাদের পারদর্শী হয়ে উঠতে হবে : প্রতিরক্ষা মন্ত্রী
Posted On:
21 APR 2025 3:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ এপ্রিল, ২০২৫
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানে যুদ্ধ যে সর্বাত্মক চেহারা নিচ্ছে তা থেকে উদ্ভুত চ্যালেঞ্জের মোকাবিলায় সেনাদের যুদ্ধক্ষেত্রে পারদর্শী হওয়ার পাশাপাশি মানসিক ও আধ্যাত্মিক সক্ষমতাও গড়ে তুলতে হবে। রাজস্থানের মাউন্ট আবুতে ২১ এপ্রিল, ২০২৫ ব্রহ্মকুমারী সদর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী সিং বলেন, বর্তমানে যুদ্ধ সাইবার, মহাকাশ, তথ্য, মানসিক সীমা – সমস্ত কিছুকে যুক্ত করছে। ফলে, সৈনিকদের মানসিকভাবে অনেক বেশি সক্ষম হয়ে উঠতে হবে। রাষ্ট্র কেবলমাত্র অস্ত্রে সুরক্ষিত হয় না, তার জন্য দরকার সমর্থ ব্যক্তিত্ব, আলোকিত চেতনা ও সচেতনতার।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, একজন সেনার শারীরিক শক্তি মূলগত ভিত্তি হলেও মানসিক সক্ষমতাও অনুরূপ গুরুত্বপূর্ণ। কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে সেনাদের দেশরক্ষায় লড়াই করতে হয়। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করা একমাত্র সম্ভব দৃঢ় মানসিকতার মধ্য দিয়ে। দীর্ঘস্থায়ী ক্লান্তি, বিরূপ পরিস্থিতির মধ্যে কাজ মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করতে পারে। তা থেকে মুক্তির জন্য দরকার অন্তর্গত চেতনা শক্তিকে জাগ্রত করা। ব্রহ্মকুমারীদের এই প্রচারাভিযান সেনাদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটাতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে তিনি বর্ণনা করেন।
বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই জাতীয় মানসিকতাকে আরও শক্তিশালী করতে ‘আত্মজাগরণের মধ্য দিয়ে আত্মক্ষমতায়ন’ – প্রচারাভিযানের বিষয়টি বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক ও আকর্ষণীয়। ধ্যান, যোগ, সদর্থক চিন্তা, আত্মকথনের মধ্য দিয়ে আত্মরূপান্তর আমাদের বীর সৈনিকদের মানসিক এবং আধ্যাত্মিক শক্তি যোগাবে। আত্মরূপান্তর হল বীজ, জাতীয় রূপান্তর হল তার ফল। বিশ্বব্যাপী অনিশ্চয়তার পরিবেশে ভারত একযোগে অন্তর্গত চেতনা এবং সীমা সুরক্ষার বার্তা পৌঁছে দিতে পারে।
শ্রী রাজনাথ সিং বলেন, আধ্যাত্মিকতা এবং যোগ ভারতীয় সাংস্কৃতিক ভাবধারায় গভীরভাবে প্রোথিত, মানসিক টানাপোড়েন, উদ্বেগ এবং চাপের হাত থেকে মুক্তি পেতে ও মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটাতে তা পরিপূরক ভূমিকা নিতে পারে। তিনি বলেন, একজন সজাগ এবং শক্তিশালী সুরক্ষাকর্মী দেশের বাতিস্তম্ভস্বরূপ। যে কোন প্রতিকূল পরিস্থিতিকেই কঠোর মানসিক সঙ্কল্পের সঙ্গে মোকাবিলা করতে সে সক্ষম। তিনি বলেন, ব্রহ্মকুমারী সংগঠনের সুরক্ষা পরিষেবা শাখা সুরক্ষাকর্মীদের মধ্যে এই প্রচারাভিযানের প্রসার ঘটাচ্ছে। এক্ষেত্রে অনলাইন কার্যক্রমের পাশাপাশি বিশেষ প্রচারাভিযানও চালানো হচ্ছে।
এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মী কল্যাণ দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রক, এসএসডব্লিউ সদর কার্যালয় এবং ব্রহ্মকুমারীদের রাজযোগ এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন-এর মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এর উদ্দেশ্য হল অবসরপ্রাপ্ত সেনাকর্মীদেরকে ওষুধের ওপর নির্ভরশীলতা কমিয়ে মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটানো।
SC/AB/DM
(Release ID: 2123243)
Visitor Counter : 8