নারীওশিশুবিকাশমন্ত্রক
ঐতিহাসিক পোষণ ট্র্যাকার অ্যাপের জন্য জন প্রশাসন (উদ্ভাবন শ্রেণী)-তে উৎকর্ষের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব
Posted On:
21 APR 2025 2:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ এপ্রিল, ২০২৫
নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব শ্রী অনিল মালিক জন প্রশাসন (উদ্ভাবন শ্রেণী)-তে উৎকর্ষের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত থেকে তিনি এই পুরস্কার পেলেন ঐতিহাসিক পোষণ ট্র্যাকারের জন্য যা, ভারত জুড়ে সঠিক সময়ে পুষ্টি পরিষেবা তথ্য প্রদানে বিপ্লব এনেছে।
পোষণ ট্র্যাকার একটি মোবাইল ভিত্তিক অ্যাপ। অঙ্গনওয়াড়ি কর্মীরা এটি ব্যবহার করে পুষ্টি এবং শিশুযত্ন বিষয়ে পরিষেবা সংক্রান্ত তথ্য তৎক্ষণাৎ জানাতে পারেন।
SC/AP/SKD
(Release ID: 2123187)
Visitor Counter : 10