সংস্কৃতিমন্ত্রক
সাহিত্য অ্যাকাডেমির উদ্যোগে ‘দলিত চেতনা’ অনুষ্ঠান
Posted On:
16 APR 2025 1:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ এপ্রিল, ২০২৫
ডঃ বাবাসাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে সাহিত্য অ্যাকাডেমি আয়োজিত ‘দলিত চেতনা’ অনুষ্ঠানে ছ’জন বিশিষ্ট লেখক তাঁদের লেখা কবিতা ও গল্প পাঠ করেন। মহেন্দ্র সিং বেনিওয়াল, মমতা জয়ন্ত, নামদেব এবং নীলম কবিতা আবৃত্তি করেন। ছোট গল্প পাঠ করেন পূরণ সিং এবং টেকচাঁদ। বৈষম্যমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাঁরা ডঃ আম্বেদকরের শিক্ষা ও ভাবনার কথা তুলে ধরেন। প্রথমে পাঁচটি কবিতা আবৃত্তি করেন মমতা জয়ন্ত। এরপর একে একে অন্যরাও তাঁদের কবিতা আবৃত্তি করেন। টেকচাঁদ তাঁর গল্পে অত্যন্ত সহজ ভাষায় দলিত সম্প্রদায়ের প্রতি অবহেলার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সম্পাদক (হিন্দি) শ্রী অনুপম তিওয়ারি। বেশ কয়েকজন লেখক, সাংবাদিক এবং ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
SC/MP/DM..
(Release ID: 2122100)