সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
নতুন দিল্লির সংসদ ভবন চত্ত্বরে আজ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিরা বাবাসাহেব ডঃ বি আর আম্বেদককে তাঁর ১৩৫তম জন্ম জয়ন্তীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন
Posted On:
14 APR 2025 12:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ এপ্রিল ২০২৫
নতুন দিল্লির সংসদ ভবন চত্ত্বরে বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের মূর্তির কাছে ডঃ আম্বেদকর ফাউন্ডেশনের উদ্যোগে তাঁর ১৩৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক।
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী তথা ডঃ আম্বেদকর ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ বীরেন্দ্র কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা পুষ্পার্ঘ্য নিবেদন করে ডঃ আম্বেদকরকে শ্রদ্ধা জানান।
মন্ত্রী, সাংসদ সহ আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা জানানোর পর সংসদ ভবন চত্ত্বরে প্রেরণা স্থলে বহু মানুষ বাবাসাহেবকে শ্রদ্ধা নিবেদন করেন। বৌদ্ধ সন্ন্যাসীরা সেই সময় স্তোত্র পাঠ করেন। বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে রচিত সঙ্গীত পরিবেশন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের শিল্পীরা।
ডঃ আম্বেদকর ভারতীয় সংবিধানের মূল রূপকার ছিলেন। দূরদর্শী এই সমাজ সংস্কারক, অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদের জন্মদিনটি ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে। ডঃ আম্বেদকর ছিলেন সমাজের প্রান্তিক মানুষের পথপ্রদর্শক। সামাজিক ন্যায়, সাম্য এবং গণতন্ত্রের বিষয়ে তাঁর ভাবনা প্রজন্মের পর প্রজন্ম নাগরিকদের অনুপ্রাণিত করে।
এই অনুষ্ঠানে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা, মন্ত্রকের সচিব শ্রী অমিত যাদব সহ ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
ডঃ আম্বেদকর ফাউন্ডেশন :
বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের আদর্শকে জনমানসে প্রচার করার জন্য ডঃ আম্বেদকর ফাউন্ডেশন গঠিত হয়। ১৯৯১ সালে তাঁর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটি এই ফাউন্ডেশন গড়ার সিদ্ধান্ত নেয়। তাদানীন্তন প্রধানমন্ত্রী সেই কমিটির শীর্ষে ছিলেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে ১৯৯২ সালের ২৪ মার্চ ডঃ আম্বেদকর ফাউন্ডেশন গঠিত হয়। এটি একটি স্বশাসিত সংস্থা। বিশ্বের বিভিন্ন প্রান্তে বাবাসাহেবের আদর্শ প্রচারের জন্য এই ফাউন্ডেশন নানা অনুষ্ঠানের আয়োজন করে।
ডঃ আম্বেদকর জাতীয় স্মারক :
বিশিষ্ট সমাজ সংস্কারক, বক্তা, লেখক, ঐতিহাসিক, নৃতত্ত্ববিদ এবং রাজনীতিবিদ বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের জীবনযাত্রা, কাজ এবং সমাজের প্রতি তাঁর যে অবদান , সেগুলিকে প্রচার এবং রক্ষা করার জন্য ডঃ আম্বেদকর ন্যাশনাল মেমোরিয়াল বা জাতীয় স্মারক গড়ে তোলা হয়। এখানে একটি সংগ্রহশালা রয়েছে। এই সংগ্রহশালায় বাবাসাহেবের ব্যবহৃত জিনিসপত্র, ছবি, চিঠিপত্র এবং বিভিন্ন নথি সংরক্ষণ করা হয়েছে। তাঁর শিক্ষা, সমাজ সংস্কার আন্দোলন এবং রাজনৈতিক জীবনের নানা তথ্য এই নথিগুলিতে রয়েছে। ডঃ আম্বেদকরের ভাষণ ও সাক্ষাৎকারগুলি ওই সংগ্রহশালার অডিও ভিসুয়াল শাখায় রাখা আছে।
SC/CB/AS
(Release ID: 2121605)
Visitor Counter : 11