প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

হরিশভাই নায়েকের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Posted On: 12 APR 2025 2:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বরিষ্ঠ প্রচারক হরিশভাই নায়েকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেছেন যে দেশ ও সংগঠনের প্রতি তাঁর অবদান ও সেবাকে সব সময় স্মরণ করা হবে। 

প্রধানমন্ত্রী শ্রী মোদী এক্স হ্যান্ডেল একটি পোস্টে লেখেন : 

“রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বরিষ্ঠ প্রচারক হরিশভাই নায়েকের অকস্মাৎ মৃত্যুতে আমি অত্যন্ত বেদনাগ্রস্ত। দেশ ও সংগঠনের প্রতি তাঁর অবদানকে সব সময় স্মরণ করা হবে।

এটা উল্লেখযোগ্য যে তিনি তাঁর সমগ্র জীবন দেশের স্বার্থে উৎসর্গ করেছেন। তাঁর দেহ ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসা-শিক্ষার জন্য দান করে গেছেন।

ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন …

ওঁ শান্তি!" 

 

 

SC/SB/DM


(Release ID: 2121342) Visitor Counter : 8