কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

২০২৫-২৬ সময়কালে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আওতায় কম্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের আধুনিকীকরণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 09 APR 2025 3:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ এপ্রিল, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ২০২৫-২৬ সময়কালে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আওতায় কম্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের আধুনিকীকরণের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। 

নির্দিষ্ট একটি ক্লাস্টারে খাল সহ যেসব জলসম্পদের উৎস থেকে সেচের কাজের জন্য জল সরবরাহ করা হয়, সেগুলির আধুনিকীকরণই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এর ফলে, কৃষকরা তাঁদের জলের উৎসগুলি থেকে মাইক্রো-ইরিগেশনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে পারবেন। এক্ষেত্রে মাটির তলা দিয়ে পাইপের মাধ্যমে এক হেক্টর পর্যন্ত জমিকে সেচসেবিত করা যাবে। এসসিএডিএ, ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির মতো বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগিয়ে জলের পরিমাণ নির্ধারণ করা হবে। ফলস্বরূপ, জলসম্পদ দক্ষতার সঙ্গে ব্যবহার করা হবে, ফসলের উৎপাদন বাড়বে এবং কৃষকের আয়ও বৃদ্ধি পাবে। 

জল ব্যবহারকারী বিভিন্ন সমিতিগুলি সেচ ব্যবস্থাপনা হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে এই প্রকল্পটি পরিচালনা করবে। সমিতিগুলি কৃষিপণ্য উৎপাদক সংগঠন এবং প্রাথমিক কৃষি ঋণদান সমিতিগুলিকে পাঁচ বছরের মেয়াদে সহায়তা করবে। দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার বিষয়টি পর্যালোচনা করে পাইলট প্রকল্পগুলিকে অনুমোদন দেওয়া হবে। এর ফলে রাজ্যগুলির ওপর আর্থিক চাপ কমবে। প্রকল্পগুলির বাস্তবায়নের সময় প্রাপ্ত অভিজ্ঞতা অনুযায়ী কম্যান্ড অঞ্চলের উন্নয়ন এবং জল ব্যবস্থাপনার জাতীয় স্তরের প্রকল্পটি কার্যকর করা হবে, যা ষোড়শ অর্থ কমিশনের সময়কালে বাস্তবায়িত হবে।

 

SC/CB/DM..


(Release ID: 2120517) Visitor Counter : 31