সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

হজ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে সৌদি আরবে গেলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব ডঃ চন্দ্র শেখর কুমার

Posted On: 09 APR 2025 12:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ এপ্রিল , ২০২৫


হজ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব ডঃ চন্দ্র শেখর কুমার এবং যুগ্ম সচিব সিপিএস বক্সী ৮ এপ্রিল সৌদি আরবের জেড্ডায় পৌঁছেছেন। 

সৌদি আরবে যাওয়া ভারতীয় হজ যাত্রীদের সফর নির্বিঘ্ন রাখতে সরকার সদা সচেষ্ট। 

এবছর হজ তীর্থ যাত্রা জুন মাসে। 


SC/AC /SG


(Release ID: 2120313)