স্বরাষ্ট্র মন্ত্রক
শ্রীনগরে জম্মু - কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
Posted On:
08 APR 2025 7:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ এপ্রিল , ২০২৫
শ্রীনগরে আজ জম্মু – কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল শ্রী মনোজ সিনহা সহ শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।
জম্মু – কাশ্মীরে জঙ্গিদের সক্রিয়তা, অনুপ্রবেশ এবং তরুণদের সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দেওয়ার প্রবণতা কমানোয় নিরাপত্তা সংস্থাগুলির সাফল্য তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি ফের জানিয়ে দেন কেন্দ্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বধীন সরকার সন্ত্রাসবাদের মোকাবিলায় আপোসহীন। সেজন্যই জম্মু – কাশ্মীরে দেশ -বিরোধী শক্তির মেরুদন্ড ভেঙে গেছে। সন্ত্রাসবাদের শেষ চিহ্নটুকুও মুছে দিতে নিরাপত্তার ক্ষেত্রে সমন্বয় আরও জোরদার করার কথা বলেন তিনি। ওই অঞ্চলকে জঙ্গিদের কবলমুক্ত করতে ৩৭০ ধারার বিলোপ বিশেষ সহায়ক হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রী মন্তব্য করেন।
আসন্ন অমরনাথ যাত্রার প্রস্তুতিও খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এবছর অমরনাথ যাত্রা শুরু হবে ৩ জুলাই। চলবে ৯ আগস্ট পর্যন্ত।
SC/AC /SG
(Release ID: 2120312)
Visitor Counter : 10